Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা ১২টি কনটেইনমেন্ট জোন হল_

করোনাভাইরাস বাংলায় দিন দিন বিভিন্ন এলাকায় ভয়াবহ ধারণ করছে।নবান্ন সূত্রে সেই এলাকা গুলিকে লকডাউন ঘোষণা করা হচ্ছে আগামী বৃহস্পতিবার পাঁচটা থেকে।
পূর্ব মেদিনীপুর জেলা ১২টি কনটেইনমেন্ট জোন হল_

(১)  তাম্রলিপ্ত পৌরসভার ৭ নম্বর ওয়া…




করোনাভাইরাস বাংলায় দিন দিন বিভিন্ন এলাকায় ভয়াবহ ধারণ করছে।নবান্ন সূত্রে সেই এলাকা গুলিকে লকডাউন ঘোষণা করা হচ্ছে আগামী বৃহস্পতিবার পাঁচটা থেকে।
পূর্ব মেদিনীপুর জেলা ১২টি কনটেইনমেন্ট জোন হল_

(১)  তাম্রলিপ্ত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড৮ নম্বর  ওয়ার্ড ৯নম্বর ওয়ার্ড ,আংশিক ১৪ নম্বর ওয়ার্ড ১২নম্বর ওয়ার্ড, (আংশিক) ১৩ নম্বর ওয়ার্ড ,১৫ নম্বর ওয়ার্ড( আংশিক), 17 নম্বর ওয়ার্ড(আংশিক)।

(২) হলদিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড( শীঠপাড়া)

(৩) হলদিয়া ব্লক (দেউলপোতা পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রাম)

(৪) শহীদ মাতঙ্গিনী ব্লক( ধলহারা পঞ্চায়েতের ধলহারা উত্তরপাড়া  ও খারুই-১  পঞ্চায়েতের গোবরা)

( ৫) মহিষাদল ব্লক( লক্ষ্যা) ১ নম্বর পঞ্চায়েতের লক্ষ্যা গ্রাম

  (৬) সুতাহাটা ব্লক (কুকড়াহাটি পঞ্চায়েতে নাত পোতিয়া)।

(৭) দেশপ্রাণ ব্লক( সারোদা পঞ্চায়েত এর উত্তর সারদা)


(৮) তমলুক  (পদুমপুর ২ পঞ্চায়েতের হিজলবেড়িয়া উত্তর ও দক্ষিণ গ্রাম এবং পিপুল বেড়িয়া ২ নম্বর পঞ্চায়েতে রামকালুয়া গ্রাম)

(৯) ভগবানপুর ১ নম্বর ব্লক (কাজলাগড় পঞ্চায়েতে  কোপটা বেড়িয়া)

 (১০)পটাশপুর 1 নম্বর ব্লক অমর্ষি এক নম্বর পঞ্চায়েতে অমর্ষি মার্কেট

(১১) পাঁশকুড়া পৌরসভার 1 নম্বর আংশিক দুই নম্বর নম্বর ওয়ার্ডে আংশিক 7 নম্বর ওয়ার্ড 18 নম্বর ওয়ার্ডে আংশিক এবং 10 নম্বর ওয়ার্ডে আংশিক

( ১২) কোলাঘাট ব্লক (অমল হান্ডা) পঞ্চায়েতে বাবুয়া ও দেনান গ্রাম বৈষ্ণবচক পঞ্চায়েতের নাচিনান ভোরডাহা গ্রাম গোপালনগর পঞ্চায়েতের গোপালনগর বাজার, পুলসিটা পঞ্চায়েতের দেউলিয়া বাজার । কোলা ২ পঞ্চায়েতের পাইক পারি, ছাতিন্দা  ও সাহাপুর গ্রাম এবং কোলা -১  পঞ্চায়েতের
 বড়িষা ,বাড়বড়িষা গ্রাম, নতুন বাজার ও পুরনো বাজার।
প্রশাসন সূত্রে জানা গেছে, এই এলাকা গুলিকে জরুরী পরিষেবা অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন ছাড়া অন্য সকল ধরনের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনটেইনমেন্ট জোনে  থাকা বাসিন্দারা সরকারি-বেসরকারি অফিসে যেতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

No comments