Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শহীদ স্মরনে রক্তদান ও বস্ত্রদান করা হল মাইশোরা তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে

২১ শে জুলাই শহীদ স্মরনে ও শহীদ কুরবান শা মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে মঙ্গলবার দুপুর ১১ টায় মাইশোরা তৃনমূল কংগ্রেসের অবজারভার আবজল আলী শা-এর নেতৃত্ব এক মহতী রক্তদান শিবির ও বস্ত্র বিতরন  করা হয়।প্রথমেই শহীদ বেদিতে মাল‍্যদান ও নিরবত…




২১ শে জুলাই শহীদ স্মরনে ও শহীদ কুরবান শা মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে মঙ্গলবার দুপুর ১১ টায় মাইশোরা তৃনমূল কংগ্রেসের অবজারভার আবজল আলী শা-এর নেতৃত্ব এক মহতী রক্তদান শিবির ও বস্ত্র বিতরন  করা হয়।প্রথমেই শহীদ বেদিতে মাল‍্যদান ও নিরবতার মধ‍্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।তমলুক ব্লাড ব‍্যাঙ্কের সহযোগিতায় ১০০ জন কর্মী সমর্থক রক্ত দান করেন।নিয়ম নিতীতে ভরপুর ছিল
এই রক্তদান  শিবির।সোস‍্যাল ডিসটেন্স বজায় রেখে ও হোল বডি সেনিটাইজ করে তবেই রক্তদান শিবিরে প্রবেশ করতে পারবে।২০০ জন মানুষকে বস্ত্র ও বিতরন করা হয়।উপস্থিত ছিলেন -আবজল আলী শা (মাইশোরা তৃনমূল কংগ্রেসের অবজারভার), সেক সমিরুদ্দিন,সায়দা সাবানা বানু খাতুন(প্রধান),স্বপন খাঁড়া (উপপ্রধান) সহ দলীয় কর্মীবৃন্দ।আবজল আলী শা জানান-"বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে ও করোনা ভাইরাসের উপদ্রব থেকে বাঁচতে আমাদের এই রকম ব‍্যবস্থাপনা।বর্তমানে করোনার কারনে মানুষ রক্ত পাচ্ছেন না তাই এই শহীদ দিবসে ও আমার ভাই কুরবান শা এর স্মৃতির উদ্দেশ্য আমারা আজ ১০০ জন মানুষকে রক্ত‍দান শিবির নিতে পেরেছি।অনেক কর্মী সমর্থকের ইচ্ছে থাকলেও ১০০ জনের বেশি মানুষকে আজ আমন্ত্রণ জানালাম না।এবং ২০০ জন মানুষের হাতে বস্ত্রও তুলে দিলাম।"

No comments