Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আম্ফানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ইঞ্জিনিয়ার শুভাশীষ কর

পূর্ব মেদিনীপুরের দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন অসমের আই টি ইঞ্জিনিয়ার শুভাশীষ কর। করোনা সংকটকালে, আম্ফানে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন অসম নিবাসী ইঞ্জিনিয়ার শুভাশীষ কর।


বাবা সুজয় কর ও মা ফাল্গুনী …



পূর্ব মেদিনীপুরের দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন অসমের আই টি ইঞ্জিনিয়ার শুভাশীষ কর। করোনা সংকটকালে, আম্ফানে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন অসম নিবাসী ইঞ্জিনিয়ার শুভাশীষ কর।


বাবা সুজয় কর ও মা ফাল্গুনী করের অনুপ্রেরণায় অসম থেকেই আম্ফান দুর্গত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির কৃতি প্রাক্তনী শুভাশীষ কর।


অখন্ড মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় শনিবার আয়োজন "জনতার বাজার" কর্মসূচির মাধ্যমে শুভাশীষবাবুদের পাঠানো সাহায্য ত্রাণসামগ্রী হিসেবে পৌঁছে গেল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের ব্রজলালচক, বাড়সুন্দরা, দক্ষিণচক , ইন্দ্রমনিচক, বাঁশখানা জালপাই,বালুঘাটা এলাকার ৭০টি পরিবারের হাতে।


কুইজ কেন্দ্রের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো পরিবার গুলির হাতে। শুভাশীষবাবুর পূর্ব পরিচিত এবং মেদিনীপুর কুইজ কেন্দ্রের তরুণ সংগঠক শুভঙ্কর ভুঁইয়ার তত্ত্বাবধানে এবং শিক্ষক দিলীপ ঘোড়াই , ছাত্র সায়ন দাস, সৌরভ ভূঁইয়া ,মিলন ভূঁইয়া ,সুরজিৎ ভূঁইয়া,হাফিজুর রহমানের সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণের কাজ সুচারুভাবে সম্পন্ন হয়।

No comments