দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে যাত্রবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ১০ জন যাত্রী। বুধবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মারিশদা থানার গয়াগিরি বাসস্ট্যান্ড এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে যাত্রীব…
দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে যাত্রবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ১০ জন যাত্রী। বুধবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মারিশদা থানার গয়াগিরি বাসস্ট্যান্ড এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে যাত্রীবোঝাই করে (মা লক্ষী) নামক কলকাতা-হাওড়া একটি বেসরকারি বাস কাঁথি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছিল।ঠিক সেই হঠাৎ কলকাতার দিক থেকে আসা কাঁথিগামী একটি ডাম্পারের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় বেসরকারি বাসটির।এই ঘটনার পর বাসটি ভারসাম্য হারিয়ে রাস্তার পাশে থাকা নায়নযুলিতে নেমে যায়।এই ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা।তারপর তারাই ঘটনার খবর দেয় মারিশদা থানার পুলিশকে।এরপর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে পাঠায়।পাশাপাশি ক্রেনের সাহায্যে বাসটিকে নয়নজুলিতে থেকে উদ্ধার করে ও তার সঙ্গে ডাম্পারটিকেও থানায় নিয়ে যায়।
তবে ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হন দুই গাড়ির চালক সহ আরও ১০জন যাত্রী বলে জানা যাচ্ছে।তাছাড়া এই দুর্ঘটনায় মৃতের কোনও খবর নেই।
বর্তমানে আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এদিকে দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
তাছাড়া সকাল বেলায় বাস ও ডাম্পারের সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি। চালকেরা মদ্যপ অবস্থায় ছিলেন কিনা সেই বিষয়টিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে যাত্রীবোঝাই বাসের এমন দুর্ঘটনা অবশ্য এই প্রথম নয়।তবে এর আগে একাধিক যাত্রী ও পর্যটক বোঝাই বাস কলকাতা ও দিঘার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এই ধরণের দুর্ঘটনার ফলে যাত্রার ঝুঁকি থেকেই যাচ্ছে বলে জানিয়েছেন অনেকে।
তবে বিশেষজ্ঞ মহলে এখন প্রশ্ন উঠছে লকডাউন এর কারণে রাস্তায় তেমন বেশি কোনো গাড়ি নেই তাতেও কেনো মাঝে মাঝে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ?
No comments