Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উত্তাল বঙ্গোপসাগরে বিকল ট্রলার উদ্ধার করল হলদিয়া কোস্টগার্ড

ইলিশ ধরতে গিয়ে উত্তাল বঙ্গোপসাগরে বিকল হয়ে যাওয়া বিপদগ্রস্ত টলার ও মৎস্যজীবীদের রবিবার উদ্ধার করল হলদিয়া কোস্টগার্ড । কৃষ্ণ কানাইয়া নামে কাকদ্বীপে ওই মাছ ধরা ট্রলারটি কে  উদ্ধার করে কোস্টগার্ডের পেট্রোলিং জাহাজ 'বিজয়&#…







ইলিশ ধরতে গিয়ে উত্তাল বঙ্গোপসাগরে বিকল হয়ে যাওয়া বিপদগ্রস্ত টলার ও মৎস্যজীবীদের রবিবার উদ্ধার করল হলদিয়া কোস্টগার্ড । কৃষ্ণ কানাইয়া নামে কাকদ্বীপে ওই মাছ ধরা ট্রলারটি কে  উদ্ধার করে কোস্টগার্ডের পেট্রোলিং জাহাজ 'বিজয়'। কোস্টগার্ডের ডিআইজি বিজয়  সিংহের নেতৃত্বে জওয়ানরা মাঠ সমুদ্রে ডুবতে বসা টলারটিকে  উদ্ধার করেন।

হলদিয়া কোস্টগার্ডের কমান্ডার জগন্নাথ বেহেরা জানান শনিবার বিকেল নাগাদ বিপদগ্রস্ত থেকে কোস্ট গার্ডের কাছে বাঁচানোর আবেদন আসে। ওই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল । ট্রলারে জল ঢুকছিলএবং ঢেউয়ের ধাক্কায় সেটি ভেঙে যেতে বসেছিল।

 তিনি বলেন উত্তাল সমুদ্রের মাঝে ট্রলারটি কে খুঁজে পাওয়া ছিল বড়ই চ্যালেঞ্জের। জাহাজ থেকে 15 নটিক্যাল অর্থাৎ ২৫ কিলোমিটার দূরে তাকে খুঁজে পাওয়া যায়। সেটিকে জাহাজের সঙ্গে বেঁধে টেনে আনা হয় সাগরদ্বীপের দিকে। ট্রলারের  সমস্ত মৎস্যজীবী রয়েছেন। কোস্টগার্ডের ফ্রেজার গঞ্জ স্টেশন ট্রলারের মালিকের সঙ্গে যোগাযোগ করে। মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের মাধ্যমে দুটি ট্রলার এর ব্যবস্থা করা হয় ।সেই ট্রলার দুটি ওই মৎস্যজীবীদের উদ্ধার করে কাকদ্বীপে পৌঁছে দেয়।

No comments