২১ জুলাই শহীদ দিবসকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করল পটাশপুর ২ ব্লক যুব তৃণমূল কংগ্রেস।মঙ্গল বার সকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর লায়ন্স ক্লাবের সভাগৃহে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন রক্তদান শিবিরের শুভ সূচনা কর…
২১ জুলাই শহীদ দিবসকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করল পটাশপুর ২ ব্লক যুব তৃণমূল কংগ্রেস।মঙ্গল বার সকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর লায়ন্স ক্লাবের সভাগৃহে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন রক্তদান শিবিরের শুভ সূচনা করেন পটাশপুর ২ব্লক তৃণমূল কংগ্রেসের মৃণাল কান্তি দাস।অপরেশ সাঁতার, দূর্গা পদ পাহাড়ি,মানস রায়, দিলীপ কুমার রায়, গোলোকেশ নন্দ গোস্বামী, যুব সভাপতি সুরোজীৎ মাইতি।২৫ জন রক্তদাতা রক্ত দেন।
,
No comments