Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজঃ পটাশপুরে বিদ্যুতের তারে শক খেয়ে মৃত্যু হল এক মহিলার

চাষের জমিতে ঘাস কেটে ফেরার পথে বিদ্যুতের ছেঁড়া ঝুলে থাকা তারের শক খেয়ে মৃত্যু হল এক কল্পনা বাগ(৫২)মহিলার।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পটাশপুর ১ব্লক এর তালাডিহা গ্রামে।
জানা গিয়েছে,সোমবার দুপুরে ঘাস কেটে ঘাসের বোঝা বয়ে নিয়ে বাড়ি ফেরা…





 চাষের জমিতে ঘাস কেটে ফেরার পথে বিদ্যুতের ছেঁড়া ঝুলে থাকা তারের শক খেয়ে মৃত্যু হল এক কল্পনা বাগ(৫২)মহিলার।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পটাশপুর ১ব্লক এর তালাডিহা গ্রামে।
জানা গিয়েছে,সোমবার দুপুরে ঘাস কেটে ঘাসের বোঝা বয়ে নিয়ে বাড়ি ফেরার পথে হাইটেনশন বিদ্যুতের লাইনের ছেঁড়া তারে শক খেয়ে মাটিতে উল্টে পড়েন ওই মহিলা।এরপর ঘটনাটি দেখতে পেয়ে মাঠে থাকা চাষীরা ছুটে এসে দেখে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই মহিলার।এই ঘটনা জানাজানি হতেই পটাশপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠিয়েছে। তবে এই মহিলার অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এগারো হাজার ভোল্টের বিদ্যুতের ওভারহেড লাইনটি ছিঁড়ে বা ঢিলে হয়ে ঝুলছিল। যার কারণে ওই মহিলা কি বুঝতে না পেরে তার উপর দিয়ে চলে যান। তারফলে এই দুর্ঘটনা। এলাকার মানুষের দাবি বিদ্যুৎ দপ্তর এর চরম গাফিলতির জন্য এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা।

No comments