কথায় আছে স্বাস্থ্যই সম্পদ,তাই আমাদের সুস্হ থাকতে হলে নিয়মিত শরীর চর্চা করতে হবে। সুস্থ দেহে সুস্থ মনের বাস। বর্তমান পরিস্থিতিতে আমাদের মহামারি করোনা কে জয় করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে আর তাই জন্য ব্যায়াম, যোগ ও তার…
কথায় আছে স্বাস্থ্যই সম্পদ,তাই আমাদের সুস্হ থাকতে হলে নিয়মিত শরীর চর্চা করতে হবে। সুস্থ দেহে সুস্থ মনের বাস। বর্তমান পরিস্থিতিতে আমাদের মহামারি করোনা কে জয় করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে আর তাই জন্য ব্যায়াম, যোগ ও তার সাথে নারী আত্মসুরক্ষার জন্য সেল্ফ ডিফেন্স ও ক্যারাটা শেখা খুবই দরকার। নিয়মিত ব্যায়াম/যোগা অনুশীলনের ফলে শারীরিক সুস্থতা, মানসিক সচেতনতা, রোগ নিরাময়, রোগ প্রতিরোধ ছাড়াও আরো কত বিষয়ে যে উপকারলাভ করা যায়, তার ইয়ত্তা নেই।
তাই এই উদ্দেশ্যে আজ সন্ধ্যায় দুর্গাচক শহীদ মাতঙ্গিনী ভবনে ক্যারাটে প্রশিক্ষণ ও দপ্তরের শুভ উদ্বোধন করা হলো। উপস্হিত ছিলেন শিবনাথ সরকার, হেলেন করণ, চৈতালী মজুমদার, সনাতন হালদার, উজ্জ্বল গিরি, অরুণ দাস, তাপস রায়, গোপাল মাসন্ত, সুকমল প্রধান, দীপক কুমার মাণিক প্রমূখ।
দুর্গাচক মাতঙ্গিনী ভবনে জাতীয় ও রাজ্য ক্যারাটে প্রশিক্ষক সনাতন হালদার, পূর্ব মেদিনীপুর হলদিয়া ক্যারাটে গেমস্ এণ্ড ষ্পোর্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি নির্বাচিত হলেন শিবনাথ সরকার। নির্বাচিত সভাপতি সকলকে ধন্যবাদ জানায়।
No comments