মাল বোঝাই ছোট লরির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দু'জন ব্যবসায়ী।আহত ওই দুই ব্যক্তির তপন কামিল্যা(তার বাড়ি দাঁতন ২ব্লকের কিয়ারী গ্ৰামে)অপরজন হলেন শক্তি কামিল্যা(পটাশপুর ২ব্লকের বাগমারী গ্ৰামে)।এরা দুজন পেশায় …
মাল বোঝাই ছোট লরির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দু'জন ব্যবসায়ী।আহত ওই দুই ব্যক্তির তপন কামিল্যা(তার বাড়ি দাঁতন ২ব্লকের কিয়ারী গ্ৰামে)অপরজন হলেন শক্তি কামিল্যা(পটাশপুর ২ব্লকের বাগমারী গ্ৰামে)।এরা দুজন পেশায় স্বর্ণশিল্পী।শনিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাঁথি-এগরা রাজ্য সড়কের ভবানীচক চাল মিল সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন এগরার দিক থেকে আসা একটি ছোটো লরির সঙ্গে কাঁথির দিক থেকে আসা একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এরপর বাইকটিকে থাকা ২জন আরোহী গুরুতর জখম হয়।এই ঘটনার পর এলাকার মানুষেরা ঘটনাটি দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।এরপর আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।পাশাপাশি বাকি আহত ওই যুকের চিকিৎসা চলছে।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ।এরপর পুলিশ ঘাতক লরিটিকে আটক করতে পারলেও চালক ও খালাসি পলাতক বলে জানা যাচ্ছে।তবে চালক ও খালাসি'র খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
No comments