Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজঃ অগাস্ট মাসে পশ্চিমবঙ্গে লকডাউনের তালিকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

https://youtu.be/ple-Me9dxhE  ক্যালেন্ডারে টেকনিক্যাল ভুল থাকায় তালিকা বদলাতে হয়েছে বলে মঙ্গলবার নবান্নে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে অগাস্ট মাসে মোট ১০ দিন লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরে তা কমে হয় নয় দ…




https://youtu.be/ple-Me9dxhE
 
 ক্যালেন্ডারে টেকনিক্যাল ভুল থাকায় তালিকা বদলাতে হয়েছে বলে মঙ্গলবার নবান্নে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে অগাস্ট মাসে মোট ১০ দিন লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরে তা কমে হয় নয় দিন। মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার যখন সাংবাদিক বৈঠক যখন করেন ততক্ষণে নবান্ন ছেড়ে চলে গিয়েছেন বহু সাংবাদিক। 
এজন্য ক্যালেন্ডারে ‘টেকনিক্যাল ভুল’-কে দায়ী করেন তিনি। বলেন, ক্যালেন্ডারে সরকারি ছুটি ছাড়া অন্য উৎসবের উল্লেখ থাকে না। তাই  মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। সেই তালিকা অনুসারে..

২ অগাস্ট (রবিবার),৫ অগাস্ট (বুধবার)
৮ অগাস্ট (শনিবার),৯ অগাস্ট (রবিবার)
১৬ অগাস্ট (রবিবার),১৭ অগাস্ট (সোমবার)
২৩ অগাস্ট (রবিবার),২৪ অগাস্ট (সোমবার)
৩১ অগাস্ট (সোমবার)

পশ্চিমবঙ্গে সর্বত্র কমপ্লিট লকডাউন থাকবে। ওই দিনগুলিতে পশ্চিমবঙ্গ থেকে বিমানচলাচলও বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি। 


No comments