Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সামাজিক সচেতনতা ও রক্তদানের মাধ্যমে ডক্টরস ডে পালন

রুগি ও ডাক্তারদের মধ্যে যে সম্পর্কের অবনতি দিন দিন হচ্ছে, তা ডক্টরস ডে তে স্বিকার করে নিলেন  বিশিষ্ট চিকিৎসকগন।
আমাদের দেশের কিংবদন্তী চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন  উপলক…


রুগি ও ডাক্তারদের মধ্যে যে সম্পর্কের অবনতি দিন দিন হচ্ছে, তা ডক্টরস ডে তে স্বিকার করে নিলেন  বিশিষ্ট চিকিৎসকগন।
আমাদের দেশের কিংবদন্তী চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন  উপলক্ষে ডক্টরস ডে পালিত হলো। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে ডক্টরস ডে পালিত হয়।  করোনা ভাইরাস এর জন্য সাধারণ মানুষ তথা রোগী ও ডাক্তারের মধ্যে সম্পর্ক অনেকটাই দূরে সরে গেছে ।  তবে সচেতনতা ও সাবধানতা মানুষকে পরস্পরের কাছে আবার আনলো ডক্টরস ডে। প্রতিবছরের মতো এবছরও হলদিয়ার দুর্গাচকে  ডক্টরস ডে  সামাজিক দূরত্ব মেনে পালিত হল । হাসপাতালে রোগী ও সাধারণ মানুষের হাতে স্যানিটাইজার ও মাস্ক তুলে দেওয়া হল । রক্তদান শিবির করা হয়। ডক্টর বিধান চন্দ্র রায়কে শ্রদ্ধা জানাতে রক্তদান শিবিরের আয়োজন করা হলো । জানা যায়, 1991 সালের পয়লা জুন থেকেই তথাকথিত ভাবেই ডক্টরস ডে পালিত হচ্ছে আমাদের ভারতবর্ষে। কারণ ওই দিন ছিল ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম শতবর্ষ। মুলত চিকিৎসা, সেবা ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডঃ বিধান চন্দ্র রায়ের অবদান ছিল অপরিসীম।  কিংবদন্তির ভূমিকা কে সম্মান করার জন্যই ডক্টরস ডে পালিত হয়। ডাক্তার ও রোগীর সুসম্পর্ক বজায় রাখার জন্যই ডক্টরস ডে অন্যতম প্রধান কারণ। ডঃ বিধান চন্দ্র রায় শুধু রাজ্যবাসীর কাছে নয় , সমগ্র ভারতবাসীর কাছে তাই চিরপ্রণম্য। আজ সমাজের কাজে এবং সময়ের কাছে ডাক্তার এবং রোগীর তথা সাধারণ মানুষ উভয়ই দায়বদ্ধ।https://youtu.be/6SSrvr38-ns

No comments