পরিবর্তন-এ আরেক নাম নন্দীগ্রাম। ২০০৬ সালে ভূমি আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে।৩৪ বছরের বামফ্রন্ট সরকার জমি অধিগ্রহণ দায় নিয়ে নির্বাচনে পরাজিত হলেন। মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হল। রাজ্যের মন্ত্রী হলদিয়া উন্নয়ন …
পরিবর্তন-এ আরেক নাম নন্দীগ্রাম। ২০০৬ সালে ভূমি আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে।৩৪ বছরের বামফ্রন্ট সরকার জমি অধিগ্রহণ দায় নিয়ে নির্বাচনে পরাজিত হলেন। মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হল। রাজ্যের মন্ত্রী হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী বর্তমানে বিধায়ক। আম্ফানের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। মানুষ মুখ ঘুরাচ্ছে ধীরে ধীরে। রতিও জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক কমিটির সভাপতি নবারুণ নায়েক বলেন,
নন্দীগ্রামের গোকুল নগরে মিথ্যা মামলা দিয়ে বিজেপির সাতজন নেতা কর্মী কে বিভিন্ন অজুহাতে পুলিশ গ্রেফতার করেছিল। ১৪ দিন জেলে রেখেছিল। আজ মহামান্য আদালত তাদের জামিন দিল। জেলা লিগ্যাল সেল এর আইনজীবী সঞ্জীব জানা ও কাঞ্চন খাঁড়া কে ধন্যবাদ। আর ও ধন্যবাদ জানাই বিশিষ্ট আইনজীবী হৃষিকেশ সুকুল কে। প্রত্যেক কার্যকর্তাকে ভরসা ও সাহস যোগানোর জন্য ও তাঁদের পরিবারের পাশে থাকার জন্য দুই সাধারন সম্পাদক পুলক সাহেবকে অভিনন্দন, অভিজিৎ কে অভিনন্দন আর নিঃশ্বব্দে এই কার্যকর্তাদের পরিবারের পাশে থেকে সাহস যোগানোর জন্য সরোজকে অভিনন্দন। আার হলদিয়ার অগনিত কার্যকর্তা গন যেভাবে পাশে দাঁড়িয়েছিল তা ভোলা যায় না। হলদিয়া মহাকুমার আদালত থেকে জামিন হওয়ার পর সাতজনকে মালা দিয়ে সম্বর্ধিত করেন জেলা কার্যকরী সভাপতি নবারুণ নায়েক।
No comments