বিজেপি সন্দেহে দোকান ঘর ভাঙচুর, নন্দীগ্রাম ১নং ব্লকের গোকুলনগর ও কেশবপুরে । প্রসঙ্গত আম্ফানের ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ না পেয়ে নন্দীগ্রাম ব্লক এ আবেদন করেছিলেন। তার জন্য এই ঘটনা। বিশেষ সূত্রে জানা যায়।শ্যামাপদ দাসের স্ত্রী প্রভাত…
বিজেপি সন্দেহে দোকান ঘর ভাঙচুর, নন্দীগ্রাম ১নং ব্লকের গোকুলনগর ও কেশবপুরে । প্রসঙ্গত আম্ফানের ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ না পেয়ে নন্দীগ্রাম ব্লক এ আবেদন করেছিলেন। তার জন্য এই ঘটনা। বিশেষ সূত্রে জানা যায়।শ্যামাপদ দাসের স্ত্রী প্রভাতী দাস ও প্রান কৃষ্ণ দাস অভিযোগ জাানান গতকাল গভীর রাত্রিতে তৃণমূলের নেতার নেতৃত্বে শতাধিক তৃণমূল কর্মী সমর্থকদের নিয়েে রাত্রিতে প্রথমে শ্যামাপদ দাসের ধানমিলে ও প্রান কৃষ্ণ দাসের ভূসীমাল দোকানে ভাঙচুর করে।https://youtu.be/2moKOsuf_50
আবার প্রাণনাশের হুমকি দিয়ে আমার স্বামী শ্যামাপদের খোঁজ করে। আমার স্বামীর নাম ধরে চিৎকার করে। পরে বাড়ি ভাঙচুর করে। ভয়ে ভয়ে রয়েছে ওই পরিবার। আতঙ্কিত এলাকার মানুষ। এই ঘটনায় নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে।
No comments