সংক্রমণের কথা মাথায় রেখে লোকাল ট্রেন-মেট্রো রেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। এই অবস্থায় রাজ্যে লকডাউনের (Lock Down) মেয়াদ বাড়ালো সরকার। বুধবার নবান্ন সভাঘরে সর্বদলীয় বৈঠকে পারস্পরিক আলোচন…
সংক্রমণের কথা মাথায় রেখে লোকাল ট্রেন-মেট্রো রেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। এই অবস্থায় রাজ্যে লকডাউনের (Lock Down) মেয়াদ বাড়ালো সরকার। বুধবার নবান্ন সভাঘরে সর্বদলীয় বৈঠকে পারস্পরিক আলোচনায় ঐকমত্যে এসেই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বৈঠকের পরে জানান, ‘পরিস্থিতি যেদিকে যাচ্ছে, প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে আমরা সব দলের প্রতিনিধিরা আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে এসেছি। রাজ্যে লকডাউন বাড়ানো হচ্ছে। তবে যেগুলিতে ছাড় দেওয়া রয়েছে আগের মতো সেগুলি তেমনই থাকবে। আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে।’
এর আগে রাজ্যে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণ করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার মধ্যেও রাজ্যে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান, শপিং মল রেস্তরাঁ খুলে দেওয়ার অনুমতি দেয় রাজ্য সরকার। বাস-ট্যাক্সি-ফেরি পরিষেবাও চালু হয়ে গিয়েছে। কিন্তু করোনা সংক্রমণের কথা মাথায় রেখে লোকাল ট্রেন-মেট্রো রেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনও সেই কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পরিবহণ ব্যবস্থা নিয়ে বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন প্রতিনিধি সমস্যার কথা জানিয়েছেন। সেটা যাতে সমাধান হয় সেই ব্যবস্থা করছে সরকার। লকডাউন নিয়ে অনেকের অনেক মতামত ছিল। কেউ বলেছেন, আরও কড়া লকডাউন করা হোক। কেউ বলেছেন, চারদিনের মাথায় কেন প্রথমে লকডাউন করা হয়েছিল। সবটাই শুনেছি। তবে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর বিষয়ে ঐকমত্যে এসেছি আমরা।’
তবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে ৩১ জুলাই পর্যন্ত একথা তিনি জানিয়েছেন। কিন্তু উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি পূর্ব নির্ধারিত দিনেই হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগে যে যে ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল সেগুলি চলবে। তবে কোনও পরিবর্তন হলে সেটা পরে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিনের স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ছড়িয়েছে ৪৪৫ জনের শরীরে। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১৫ হাজার ১৭৩। তার মধ্যে শুরু কলকাতাতেই আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার (৪,৯৭০)। ২৪ ঘণ্টায় শহরে ১৫৫ জনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে। যদিও এর অর্ধেকের বেশিই সুস্থ হয়েছেন। বর্তমানে রাজ্যের অ্যাকটিভ কেস ৪ হাজার ৮৮০। তবে সুস্থতার হার বাড়ছে রোজ। এদিনও যেমন আক্রান্তের তুলনায় করোনাজয়ীর সংখ্যা বেশি। একদিনে সুস্থ হয়েছেন ৪৮৪ জন। কলকাতায় একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৩৩ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯ হাজার ৭০২ জন। সুস্থতার হার ৬৩.৯৪ শতাংশ।
করোনা মোকাবিলায় নিয়মিত চলছে নমুনা টেস্টও। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪৮৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ৪ লক্ষ ২৯ হাজার ৭৬৬ টি নমুনা টেস্ট হয়েছে রাজ্যে।
No comments