Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING NEWSঃ ফের সুতাহাটায় শিশু সহ ৪ জন পরিযায়ীর করোনা ধরা পড়লো

আশঙ্কাই ধীরে ধীরে সত্যি হচ্ছে।পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতেই একে একে করোনা পজিটিভ হচ্ছেন তাঁরা।এই মূহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছাড়িয়েছে।সবচেয়ে বেশি আক্রান্ত রাজ‍্যগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র,গুজরাত-সহ পশ্চিমবঙ…


আশঙ্কাই ধীরে ধীরে সত্যি হচ্ছে।পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতেই একে একে করোনা পজিটিভ হচ্ছেন তাঁরা।এই মূহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছাড়িয়েছে।সবচেয়ে বেশি আক্রান্ত রাজ‍্যগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র,গুজরাত-সহ পশ্চিমবঙ্গও।এই পরিস্থিতিতে আরও এক দফা লকডাউন বাড়তে চলেছে বলেই অনুমান করা হচ্ছে।রাজ‍্যে গত দুদিন ধরে পরিযায়ী শ্রমিকরা আসতে শুরু করে দিয়েছেন ট্রেনে করে। আর সেই সঙ্গে আশঙ্কা ছড়িয়েছে, হয়তো-বা সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে রাজ‍্যে। সেই মতো, পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটায় একটি শিশু সহ ৪জন পরিযায়ীর করোনা ধরা পড়ল। এদের মধ্য দুজন মহিলা ও একজন ৬৪বছরের ব্যক্তি রয়েছেন। বয়স্ক ব্যক্তি ও তাঁর ৪৫ বছর বয়স্ক স্ত্রী মলদা থেকে এসেছিলেন। এদের বাড়ি কৃষ্ণনগরে। শিশু ও তার ৪০বছর বয়স্ক বাবা মহারাষ্ট্র থেকে  এসেছিল। এদের বাড়ি গুয়াবেড়িয়া এলাকায়। স্থানীয় প্রাথমিক স্কুলে ছিলেন সবাই। গত শনিবার সুতাহাটার আমলাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ১২০জন পরিযায়ীর লালারস নেওয়া হয়েছিল। তাদের মধ্যে চার জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানান বিএমওএইচ লক্ষ্মীকান্ত প্রামাণিক। এদের পাঁশকুড়া বড়মা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল হলদিয়া পুরসভা এলাকার একজনের করোনা ধরা পড়ে। ২৪ঘণ্টার মধ্যে ৫জনের হলদিয়ায় করোনা ধরা পড়ায় আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু হলদিয়া শিল্পাঞ্চল ও গ্রামীণ এলাকার বহু মানুষই মাস্ক ছাড়া বাজার এলাকায় ভিড় করছেন বলে অভিযোগ।  প্রশাসনের কোনও কড়াকড়িও নেই।

No comments