পরিযায়ী শ্রমিকের হাতে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য নন্দকুমারের ডিহিগুমাই গ্রামে। তন্ময় বেরা নামে ওই গ্রামেরই এক যুবক মুম্বাইয়ের পুনেতে নির্মান শ্রমিকের কাজ করতেন। দিনকয়েক আগে বাড়িতে ফেরে তন্ময়। সরকারি ভাবে তাকে হোম কোয়ারেন্…
পরিযায়ী শ্রমিকের হাতে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য নন্দকুমারের ডিহিগুমাই গ্রামে। তন্ময় বেরা নামে ওই গ্রামেরই এক যুবক মুম্বাইয়ের পুনেতে নির্মান শ্রমিকের কাজ করতেন। দিনকয়েক আগে বাড়িতে ফেরে তন্ময়। সরকারি ভাবে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।অভিযোগ সেই নির্দেশকে উপেক্ষা করেই তিনি বাইরে ঘোরাঘুরি করতে থাকেন। তখন রবিবার সন্ধ্যাতে ওই গ্রামেরই যুবক অশোক বেরা সহ আরো কয়েকজন তন্ময়ের বাড়িতে তাকে বাড়ি থেকে না বেরোনোর কথা বলতে গেলে অশোকদের সংগে বচসা জুড়ে দেয় তন্ময়। মত্ত অবস্থায় তন্ময় বাড়ির ভেতর থেকে বাঁশ বের করে এনে সজোরে অশোকের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তমলুক হাসপাতালে অশোককে ভর্তী করা হয়। সেখানেই সন্ধ্যেতে মারা যায় অশোক। অভিযুক্ত তন্ময়কে গ্রেপ্তার করেছে নন্দকুমার থানার পুলিশ। গ্রামের যুবকের এই করুন মৃত্যুর পর স্থানীয় বাসিন্দাদের দাবি, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাড়িতে ফিরছেন তাদেরকে হোম কোয়ারেন্টিনের বদলে যদি সরকারি কোয়ারেন্টিন সেন্টারে রাখার ব্যাবস্থা করা হয় তাহলে হয়তো এই মৃত্যু এড়ানো যেত।
No comments