আতঙ্কের আরেক নাম করোনা ভাইরাস । দেশজুড়ে চলছে লকডাউন। প্রায় 83 দিন পর হলদিয়া থেকে নন্দীগ্রাম ফেরি সার্ভিস চালু হলো।
হলদিয়া টাউনশিপ থেকে কেন্দেমারী ফেরি সার্ভিস বন্ধ ছিল ২৪ মার্চ থেকে। সরকারের ঘোষণা অনুযায়ী নিয়ম নিয়ম মেনে …
আতঙ্কের আরেক নাম করোনা ভাইরাস । দেশজুড়ে চলছে লকডাউন। প্রায় 83 দিন পর হলদিয়া থেকে নন্দীগ্রাম ফেরি সার্ভিস চালু হলো।
হলদিয়া টাউনশিপ থেকে কেন্দেমারী ফেরি সার্ভিস বন্ধ ছিল ২৪ মার্চ থেকে। সরকারের ঘোষণা অনুযায়ী নিয়ম নিয়ম মেনে ৮ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিবহনের জন্য যাত্রী না থাকায় ৯ জুন থেকে ফেরি পারাপার শুরু হল। হলদিয়া থেকে নন্দীগ্রাম যাওয়ার সবথেকে কম সময়ে যাওয়ার রাস্তা বন্ধ ছিল এবং আজ থেকে হলদিয়া (নন্দীগ্রামে) কেন্দেমারী ফেরি সার্ভিস শুরু হল। লকডাউনের জন্য নরঘাট হয়ে নন্দীগ্রামে যেতে হতো। প্রায় তিন ঘণ্টা সময় লাগতো। অনেক মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলল ফেরি সার্ভিস চালু হওয়ার জন্য।
No comments