Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজ্ঞান মঞ্চের হলদিয়া শাখার উদ্যোগে অর্ধ বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের  উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শাখার উদ্যোগে হলদিয়া টাউনশিপে কৃষ্ণা অর্জুন ঘাটে অর্ধ বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ কেন্দ্রের আয়োজন করে রবিবার।জানা গিয়েছে,৮৪ বছর পর মহাজাগতিক এই বিরল ঘটনা পর্যব…


 পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের  উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শাখার উদ্যোগে হলদিয়া টাউনশিপে কৃষ্ণা অর্জুন ঘাটে অর্ধ বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ কেন্দ্রের আয়োজন করে রবিবার।জানা গিয়েছে,৮৪ বছর পর মহাজাগতিক এই বিরল ঘটনা পর্যবেক্ষণ করার জন্য ওই এলাকার ছাত্রছাত্রী ও বিজ্ঞানমনস্ক মানুষরা এদিন হলদিয়া টাউনশিপে উপস্থিত হন।সোশ্যাল ডিসটেন্স  মধ্য দিয়ে সকাল ন'টা থেকে বিকেল ২টা পর্যন্ত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ  ও বিজ্ঞান পরিষদের সদস্যরা বিজ্ঞান মনস্ক করার লক্ষ্য নিয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটি সম্পাদকমণ্ডলীর সদস্য সুচিস্মিতা মিশ্র । বিজ্ঞান পরিষদের সভাপতি আশীষ লাহিড়ী।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়া শাখার সম্পাদক রায়পদ কর। আজকের এই সূর্যগ্রহন যারা দেখতে  এসে ছিলেন তাদেরকে প্রত্যেককেই ঘুগনি রান্না করে খাওয়ালেন বিজ্ঞান কর্মীরা। সুচিস্মিতা বলেন আমাদের সকলের মধ্যে একটি কুসংস্কার রয়েছে গ্রহণ চলাকালীন খাওয়ার খেতে নিষেধ করা হয়।  কারণ সূর্যকে গ্রাস করছে রাহু সেইজন্য সূর্য গ্রহণ চলাকালীন কোন খাবার খেতে নেই।
আমরা বিজ্ঞানমনস্ক করার লক্ষ্য নিয়ে এলাকার মানুষকে এই কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য আমরা ঘুগনি রান্না করে সকলকে খাইয়েছি। অনেকেই বলেন আমরা এই প্রথম গ্রহণ চলাকালীন খেলাম। প্রত্যেককেই গ্রহণ দেখার সুযোগ করে দিলেন।পাশাপাশি তারা উপযুক্ত মানের ফিল্টারের সাহায্য সূর্যগ্রহণ পূর্ণগ্রাস পর্যবেক্ষণ করেন। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/Zeq7neetDEs








No comments