Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকের দেবী বর্গভীমা মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো

১লা জুন থেকে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। সেই নির্দেশ বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান পালন করলেও তমলুকের সতীর ৫১ পীঠের এক পিঠ দেবী বর্গভীমা মন্দির কিছু সমস্যা থাকার কারণে বন্ধ রাখা হয়েছি…


১লা জুন থেকে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। সেই নির্দেশ বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান পালন করলেও তমলুকের সতীর ৫১ পীঠের এক পিঠ দেবী বর্গভীমা মন্দির কিছু সমস্যা থাকার কারণে বন্ধ রাখা হয়েছিল। সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে।দীর্ঘ আলোচনার পর মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় আজ ১৩ ই জুন থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বর্গভীমা মন্দির। সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হবে। দেবী বর্গভীমা মন্দির এর মূল প্রবেশদ্বারে গেট খোলার পরেই থাকছে স্যানিটাইজার এর টানেল। টানেলের মধ্যে স্যানেটাইজ হওয়ার পর সামাজিক দূরত্ব বজায় রেখে নাটমন্দিরেরনির্দিষ্ট দাগের মধ্যে দাঁড়াতে হচ্ছে সবাইকে। প্রত্যেকের মুখে অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে। তারপরে পুজোর ডালি নিয়ে একে একে পুজো দিচ্ছেন সবাই । দেবী বর্গভীমা মায়ের গর্ভগৃহে মধ্যে ঢুকতে পারবেন না কোন ভক্ত। দিতে পারবেন না পুষ্পাঞ্জলী। শুধুমাত্র মায়ের দর্শন এবং পুজো দিতে পারবেন কিছুটা দূর থেকে। দীর্ঘ লকডাউন এ মায়ের মন্দির বন্ধ থাকার ফলে কেউই মায়ের দর্শন পাচ্ছিলেন না এতদিন। তাই মন্দির খোলার খবর জানতে পেরে বেজায় খুশি স্থানীয় বাসিন্দা থেকে ভক্তবৃন্দ। আজ সকাল থেকেই মন্দির এ অসংখ্য ভক্ত আসছেন। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/YYhfoD0vvf0



No comments