Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চোরা শিকারীদের কাছ থেকে পাখি উদ্ধার করল পুলিশ

নভেল করোনা ভাইরাসের কারণে রাস্তা-ঘাট অনেকটা ফাঁকা থাকার সুযোগ কাজে লাগিয়ে পটাশপুরে চোরাশিকারিরা মেতে উঠেছে পাখি শিকারে। এমতাবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ব্লকের কেলেঘাই সংলগ্ন এলাকা থেকে চোরাশিকারীদের কাছ থেকে ৪ টি পাখি…


 নভেল করোনা ভাইরাসের কারণে রাস্তা-ঘাট অনেকটা ফাঁকা থাকার সুযোগ কাজে লাগিয়ে পটাশপুরে চোরাশিকারিরা মেতে উঠেছে পাখি শিকারে। এমতাবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ব্লকের কেলেঘাই সংলগ্ন এলাকা থেকে চোরাশিকারীদের কাছ থেকে ৪ টি পাখি উদ্ধার করল পটাশপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,পটাশপুরের কেলেঘাই সংলগ্ন এলাকায় বেশ কয়েক মাস ধরেই চোরাশিকারীরা বন্য পাখি ধরে বিক্রি করে মোটা অঙ্কের কারবার চালাচ্ছিল।এই অভিযোগ দীর্ঘদিন ধরেই আসছিল পটাশপুর থাকার কাছে। সেই মতো গোপনে অভিযান চালায়ে পটাশপুর থানার পুলিশ  আধিকারিকরা ওই এলাকা থেকে ৩টি জলমোরগ,১ বক উদ্ধার হয়।এই ঘটনার পর পটাশপুর থানার ওসি চন্দ্রকান্ত শাসমল এগরা বনদফতরে খবর দিলে এগরা বনদফতরের কর্মীরা থানায় এসে পাখিগুলিকে উদ্ধার করে নিয়ে যায়।
বন দফতরের আধিকারিক প্রবীর কুমার সেন বলেন,এই কঠিন পরিস্থিতির মধ্যেও পটাশপুর থানার পুলিশ সমস্ত বিষয়ে যেভাবে দায়িত্ব পালন করছেন তা অবর্ণনীয়। তিনি আরো বলেন এই উদ্ধার হওয়া পাখি গুলি বর্তমানে খুব ক্লান্ত ও অসুস্থ।তাই এই পাখি গুলোকে চিকিৎসা করে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
প্রশ্ন উঠছে চোরা শিকারিদের দাপটে বার বার জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছে পাখিদের দল।ফলে  নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

No comments