Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেউলপোতা অঞ্চলে ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করার অভিযোগে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় দেউলপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ ক্ষতিপূরণ না পাওয়ায় আজ দেউলপোতা অঞ্চলে গেট বন্ধ রেখে বিক্ষোভ দেখান। এলাকার মানুষের  দাবি ঘূর্ণিঝড়ের প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণ পায়নি তাদের নামের ত…





হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় দেউলপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ ক্ষতিপূরণ না পাওয়ায় আজ দেউলপোতা অঞ্চলে গেট বন্ধ রেখে বিক্ষোভ দেখান। এলাকার মানুষের  দাবি ঘূর্ণিঝড়ের প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণ পায়নি তাদের নামের তালিকাতেও নাম নেই তাদের বাড়িতে গিয়ে নতুন করে সার্ভে রিপোর্ট দেওয়া হোক।  বর্তমান রিপোর্টে বেশিরভাগ রয়েছে পাকা বাড়ি। এই দাবি নিয়ে হলদিয়া পঞ্চায়েত সমিতির এলাকা দেউলপোতা গ্রাম পঞ্চায়েত -২২৬ গ্রামে বুথের মানুষজন অঞ্চল অফিসে এসে বিক্ষোভ দেখালেন।  বিক্ষোভ কারীরাদের মধ্যে আমিরুল ইসলাম বলেন ঘূর্ণিঝড়ে আমাদের ঘর ভেঙেছে সেখানে দাঁড়িয়ে কোন সার্ভে হয়নি আমাদের আবেদন  ব্লকে আমাদের নামের তালিকা নেই। যাদের পাকা ঘর রয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। আমাদের দাবি যাদের প্রকৃত ক্ষতি হয়েছে তারাই যেন প্রকৃতি ক্ষতিপূরণ পায়। এছাড়া বলেন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষের দুটি পুকুরে সংস্কারের প্রায় ৩০ লক্ষ টাকার মেনডেজ আত্মসাৎ করেছে শাসক দল তার পুঙ্খানুপুঙ্খ হিসাব এলাকার মানুষকে দেওয়ার আবেদন করেন। দেউলপোতা পঞ্চায়েত সদস্য লালমোহন কুইতি বলেন আমরা বিভিন্নভাবে মানুষের সাথে যোগাযোগ রেখে সার্ভে করে তালিকা করেছিলাম। কোথাও হয়তো তালিকা অসঙ্গতি রয়েছে নিশ্চয়ই আমরা আগামী দিনে সেই অসংগতি কাটিয়ে প্রকৃত মানুষ যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা করব ।ইতিমধ্যে ক্ষতিপূরণে তালিকা প্রায় ২৮১৭ টি জমা পড়েছে। পানের বোরজ  ক্ষতি হয়েছে ১১০২ ইতিমধ্যে বরজের ক্ষতিপূরণের টাকা ৭০% মানুষ পেয়ে গেছেন। আগামী দিনে বোরজে ক্ষতিপূরণ সমস্ত টাকা পায়। আম্বানির ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি যাদের ভেঙেছে আমরা ব্লকের আবেদন করব নতুন করে সার্ভে করে যাতে যাদের নাম বাকি রয়ে গেছে তাদের তালিকা যাতে জমা দিতে পারি। ভিডিও দেখতে ক্লিক করুন।
https://youtu.be/bfRByHWP2jE

No comments