ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোগে মহামারী করোনা ভাইরাস এবং আম্ফানের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত আর্থসামাজিক পরিস্থিতিতে জনগণের আসু জ্বলন্ত দাবিগুলি সমাধানের জন্য।
হলদিয়া মহকুমা শাসকের কাছে বেশ কয়েকটি দাবি সম্পর্কিত তথ্য নিয়ে ডেপুটেশন …
ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোগে মহামারী করোনা ভাইরাস এবং আম্ফানের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত আর্থসামাজিক পরিস্থিতিতে জনগণের আসু জ্বলন্ত দাবিগুলি সমাধানের জন্য।
হলদিয়া মহকুমা শাসকের কাছে বেশ কয়েকটি দাবি সম্পর্কিত তথ্য নিয়ে ডেপুটেশন দিলো ভারতীয় জাতীয় কংগ্রেস। হলদিয়া মহকুমার কংগ্রেস কমিটি।
করোনা ভাইরাসে আক্রমণে মানুষ চিকিৎসা সম্পর্কিত বেশ কয়েকটি তথ্য তুলে ধরেন । করোনা সংক্রমণে আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামোর নতুন হাসপাতালের সংখ্যা বাড়াতে হবে।
করোণার চিকিৎসা কোয়ারেনটাইন সেন্টার নির্মাণসহ পরিকাঠামো উন্নয়নে বিশেষজ্ঞদের মতামত আরো বেশি বেশি করে নমুনা সংগ্রহ করতে হবে।
হলদিয়া মহাকুমার হাসপাতাল এবং নন্দীগ্রাম জেলা স্বাস্থ্য হাসপাতাল এর অধীনে দুটি ভ্রাম্যমান গাড়িতে করে নমুনা সংগ্রহ করতে হবে।https://youtu.be/kJxyYoMtSt4
বেসরকারি হাসপাতাল নার্সিং হোম করোণা চিকিৎসার জন্য নির্দিষ্ট হারে ফি বেঁধে দিতে হবে।
আম্ফানের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দিতে হবে।আম্ফানের ঝড়ে পুরো বাড়ি অর্ধেক, বাড়ি এবং আংশিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করতে হবে। আজকে ডেপুটেশন প্রায় 30 দফা দাবি নিয়ে শতাধিক মানুষের উপস্থিতিতে হলদিয়া মহাকুমার শাসকের কাছে সামাজিক দূরত্ব মেনে ক্ষুদিরাম স্কয়ার থেকে মিছিল সংঘটিত করে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলেন।
এই ডেপুটেশনের অংশগ্রহণ করেন হলদিয়া মহাকুমার জাতীয় কংগ্রেস কমিটি। ডেপুটেশনে নেতৃত্ব দেন প্রণব দাস ও সুদর্শন মান্না, মাখন চন্দ্র ঘোষ, শশাঙ্ক শেখর মাঝী, আবুসালে মোল্লা, শেখ আশরাফুল তুল্লা ,অনিরুদ্ধপ্রধান ,বাসন্তী সেঠ প্রমূখ। হলদিয়া মহকুমা শাসক তাদের দাবি পত্র গুলি গ্রহণ করেন এবং জানালেন আগামী দিনে এই দাবিগুলো বিবেচনা করবেন ।
No comments