Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানবিক মন্ত্রী শুভেন্দু অধিকারী

সাম্প্রতিক সুপার সাইক্লোন ঝড় "আম্ফান" এর ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় যে ধংসস্তুপে পরিনত হয়েছে, এর অন্যতম এলাকা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা।


 এই এলাকা তথা পূর্ব মেদিনীপুর জেলা পূনঃ গঠনের জন্য যার উপর…






সাম্প্রতিক সুপার সাইক্লোন ঝড় "আম্ফান" এর ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় যে ধংসস্তুপে পরিনত হয়েছে, এর অন্যতম এলাকা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা।


 এই এলাকা তথা পূর্ব মেদিনীপুর জেলা পূনঃ গঠনের জন্য যার উপর স্বয়ং নেত্রী দায়িত্ব ভার দিয়েছেন বাংলার ভবিষ্যত তথা বাংলার আগামী দিনের পথপ্রদর্শক, পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সম্মানীয় শ্রী_শুভেন্দু_অধিকারী মহাশয়ের নিজ উদ্যোগে তার অত্যন্ত প্রিয় আস্থা ভাজন রামনগর-২ নম্বর ব্লক এর তৃণমূল কংগ্রেসের সম্পাদক  #শ্রী_গৌতম_কুমার_জানা মহাশয় ও শিক্ষক নেতা শ্রী_অভিষেক_মাইতি মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় পদিমা 2 নম্বর অঞ্চল এ রাজনীতির উর্ধ্বে উঠে সরজমিনে প্রকৃত দুঃস্থ ও ক্ষতিগ্রস্থ এমন ১০০ জনের  আপদকালীন ত্রাণ সামগ্রী হিসেবে ত্রিপল  পৌঁছে দেওয়া হলো।



  উপস্থিত ছিলেন দীঘা হরিজন' বুথের গ্রাম সদস্য চিত্তরঞ্জন দে, প্রাক্তন ব্লক সভাপতি সুকুমার ভূঁইয়া মহাশয়, দীঘা মোহনা কোস্টাল থানার ওসি  বিনয় মান্না, কল্যাণ আশীষ পাত্র,, লক্ষণ দে, সঞ্জীব গাঙ্গুলী, সঞ্জয় ভূঁইয়া, কমল । এই মহতী প্রচেষ্টার জন্য সাহায্য প্রাপকদের চিরকৃতজ্ঞতায় আবদ্ধ করলেন সম্মানীয় #শ্রী_শুভেন্দু_অধিকারী মহাশয়।

No comments