Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাকার সেতু মেরামত করতে গিয়ে মৃত ১

পাকার সেতুর মেরামতের কাজ করতে করতে সেতু বিম ভেঙে চাপা পড়ে মৃত্যু হল মাধব মান্না(৪৫)এক শ্রমিকের।তার বাড়ি হলুদবাড়ি অঞ্চলের চৌদ্দচুলি গ্ৰামে।ঘটনাটি ঘটেছে খেজূরী২ হলুদবাড়ি অঞ্চলের দেখালি জালপাইত এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,…


 পাকার সেতুর মেরামতের কাজ করতে করতে সেতু বিম ভেঙে চাপা পড়ে মৃত্যু হল মাধব মান্না(৪৫)এক শ্রমিকের।তার বাড়ি হলুদবাড়ি অঞ্চলের চৌদ্দচুলি গ্ৰামে।ঘটনাটি ঘটেছে খেজূরী২ হলুদবাড়ি অঞ্চলের দেখালি জালপাইত এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,খেজুরি হলুদবাড়ী গ্রাম পঞ্চায়েতে পাইপবাড় গ্রামের সংযোগস্থল সেতুটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিল।এরপর রাজ‍্য সরকারের আর্থিক সহযোগিতায় গত একবছর আগে এই গ্ৰামে একটি জলনিকাশির জন্য তৈরি হচ্ছিল ক্যালভার্ট।একবছর পর ঠিক আজকে দিনে ক্ষয়ে যাওয়া ক্যালভার্টটি পুনরায় মেরামতের জন্য নতুন এক কন্টাকটরকে টেন্ডার দেন অঞ্চল প্রধান।তাই শ্রমিক দিয়ে কাজ শুরু হওয়ায় হঠাৎই ক্যালভার্টটের
উপরের একটি বিম হঠাৎই দুমড়েমুচড়ে ভেঙ্গে ওই শ্রমিকের উপর।এরপর ঘটনার খবর পেয়ে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর লোকজনের মাঝে পূর্ব মেদিনীপুর জেলা খেজুরিয়া হলুদবাড়ী গ্রাম পঞ্চায়েতের ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে‌।


বিজেপি নেতা শুভ্রাংশু দাস বলেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস প্রামাণিক একাধিক দুর্নীতি সঙ্গে যুক্ত রয়েছে। ঠিকাদার ও পঞ্চায়েত প্রধান তাপস প্রামাণিক কাটমানি  কারণে মেরামতি সেতুর কাজ করতে গিয়ে বেহাল অবস্থা।পঞ্চায়েতের প্রধান তাপস প্রামাণিকের উদাসীনতা কারণে এক নির্মাণ শ্রমিকের অকাল মৃত্যু হল।

গ্ৰাম পঞ্চায়েতের প্রধান তাপস প্রামানিক বলেন,আচমকাই এই দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু দুঃখজনক।আমরা মৃতের পরিবারকে সমবেদনা জানাই।আমরা তাদের পাশে আছি।
এই ঘটনা নিয়ে খেজুরি থানার এক পুলিশ আধিকারীক বলেন ,মৃতদেহ উদ্ধার করতে সব রকমের প্রক্রিয়া শুরু করা হয়েছে।পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

No comments