Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নেতাজী সংঘের উদ্যোগে দুঃস্থদের এিপল বিতরণ

শহীদ মাতঙ্গিনী ব্লক এর অন্তগর্ত শান্তিপুর 2 নম্বর অঞ্চলের দাঁড়িয়ালা নেতাজী সংঘের উদ্যোগে এই করোনাভাইরাস(Covid 19) মোকাবিলায় এই লকডাউন পরিস্থিতিতে অনেক মানুষ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন এবং তৎসহ কর্মহীন হয়ে পড়েছেন সেইস…

শহীদ মাতঙ্গিনী ব্লক এর অন্তগর্ত শান্তিপুর 2 নম্বর অঞ্চলের দাঁড়িয়ালা নেতাজী সংঘের উদ্যোগে এই করোনাভাইরাস(Covid 19) মোকাবিলায় এই লকডাউন পরিস্থিতিতে অনেক মানুষ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন এবং তৎসহ কর্মহীন হয়ে পড়েছেন সেইসব মানুষগুলির পাশে থাকার জন্য আজ তারা প্রায় আগের মতো আবারো 200 জন মানুষদের হাতে খাদ্যদ্রব্য তুলে দেন এবং কিছুদিন আগে ঘটে যাওয়া আমফান ঝড়ের ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে 50 টি ।

এিপল তুলে দেন,এবং সেই সঙ্গে ভারত ও চীনের সংঘর্ষে বীর সৈনিকদের প্রতি শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়,উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বিশিষ্ট সমাজসেবী ছাত্র ও যুব আইকন সম্মানীয় সুপ্রকাশ গিরি মহাশয়,তৎসহ উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী ব্লকের যুবনেতা তৎসহ  নেতাজী সংঘের সম্পাদক দেবজিৎ প্রামানিক,নেতাজী সংঘের সভাপতি উত্তম প্রামানিক,সহ-সভাপতি সৈকত মন্ডল,সহ-সম্পাদক মিঠুন বেরা ও শুভঙ্কর প্রামানিক,ক্লাবের কোষাধক্ষ্য অমিত প্রামানিক শুশাষ্কর প্রামানিক সহ অন্যান্য সদস্যরা,পূর্ব মেদিনীপুর জেলার বিশিষ্ট সমাজসেবী ছাত্র-যুব আইকন সম্মানীয় সুপ্রকাশ গিরি মানুষকে সচেতন হতে বললেন এবং অযথা বাইরে বেরোতে না বললেন যদি বাইরে বেরোনো দরকার হয় মুখে মাক্স পড়ে বের হতে বললেন এবং সেই সঙ্গে সম্মানীয় সুপ্রকাশ গিরি আরো বলেন আগামী দিনে  নেতাজী সংঘের বিভিন্ন সংগঠন মূলক ও সমাজসেবামূলক কাজে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ভিডিও দেখতে ক্লিক করুন।
https://youtu.be/MeMbikf956o

No comments