বাবার কাছে ধর্ষণের শিকার হল নাবালিকা মেয়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় খেজুরি থানার টিকাশি গ্রামের ধৃত লক্ষণ গিরি।জানাগিয়েছে নিজের মেয়েকে ধর্ষন করতো বাবা লক্ষন বলে অভিযোগ। এই অত্যাচারের কথা মাকে জানালেও কোন ভাবেই গুরু…
বাবার কাছে ধর্ষণের শিকার হল নাবালিকা মেয়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় খেজুরি থানার টিকাশি গ্রামের ধৃত লক্ষণ গিরি।জানাগিয়েছে নিজের মেয়েকে ধর্ষন করতো বাবা লক্ষন বলে অভিযোগ। এই অত্যাচারের কথা মাকে জানালেও কোন ভাবেই গুরুত্ব দেয়নি।এই নারকীয় অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে নাবালিকা প্রতিবেশীদের বিষয়টি জানায়। বৃহস্পতিবার দুপুরে নাবালিকার মা খেজুরি থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত লক্ষণকে গ্রেফতার করে। শুক্রবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে।ধৃত লক্ষনের বিরুদ্ধে ধর্ষণ ও পক্সো আইনে মামলা রুজু করেছে খেজুরি থানার পুলিশ। ধর্ষিতার সরকারী হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করা হয় বলে জানা গিয়েছে।
No comments