আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের জন্য কুড়ি হাজার টাকা করে অনুদান বরাদ্দ করছে সরকার।কিন্তু এগরা পুরসভা সেই সরকারী নির্দেশিকা না মেনে একতরফা ভাবে আম্ফান ঝড়ের ক্ষতিপূরণের টাকা বিলি করে চলেছে নিজের কর্মীদের মধ্যে।ফলে মানুষের …
আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের জন্য কুড়ি হাজার টাকা করে অনুদান বরাদ্দ করছে সরকার।কিন্তু এগরা পুরসভা সেই সরকারী নির্দেশিকা না মেনে একতরফা ভাবে আম্ফান ঝড়ের ক্ষতিপূরণের টাকা বিলি করে চলেছে নিজের কর্মীদের মধ্যে।ফলে মানুষের বিভিন্ন অভিযোগ উঠছে পুরসভার বিরুদ্ধে।
এগরা পুরসভার ১২ নং ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, যাঁদের পাকাপোক্ত বাড়ি,যাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত পোক্ত বাড়ি পেয়েছে, বা যাঁদের কোনো প্রকার ক্ষতি হয়নি। তাঁরাই সমস্ত ক্ষতিপূরণ পাচ্ছেন। কিন্তু ১২ নং ওয়ার্ডে কাঁচাবাড়ি যাঁদের প্রায় ক্ষতি হয়েছে, তাঁদের এই অনুদান থেকে বঞ্চিত করা হচ্ছে়।এমনটাই অভিযোগ এগরা পৌরসভার যুব তৃণমূল কংগ্রেসের।তাঁদের দাবি সঠিক তদন্ত করে যাঁরা পাওয়ার অযোগ্য তাঁদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের টাকা দেওয়া হোক।
No comments