করোনা সংক্রমণের মধ্যে আশার আলো
পূর্ব মেদিনীপুর জেলার বড়মা করোনা হাসপাতাল থেকে মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার 3 জন কোভিড সংক্রমিত।কয়েক দিন আগে 24 জন করোনা রোগীকে সুস্থ করে নজির গড়ে এই হাসপাতাল।আজ…
করোনা সংক্রমণের মধ্যে আশার আলো
পূর্ব মেদিনীপুর জেলার বড়মা করোনা হাসপাতাল থেকে মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার 3 জন কোভিড সংক্রমিত।কয়েক দিন আগে 24 জন করোনা রোগীকে সুস্থ করে নজির গড়ে এই হাসপাতাল।আজ আরো 3 জন সুস্থতার খবরে ফের হাসি ফুটেছে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মুখে।জানা গিয়েছে,এই 3 জনের মধ্যে একজন দাসপুর একজন চন্ডীপুর ও একজন এগরার বাসিন্দা।
No comments