আগামী ১৫ জুন থেকে দীঘায় সামুদ্রিক ফিশিং ও সামুদ্রিক মাছ পাইকারি কেনাবেচার বাজার খোলা নিয়ে কাঁথি মহাকুমা প্রশাসনের দপ্তরে আলোচনা সভা হল বৃহস্পতিবার।জানা গিয়েছে, দীঘা,শঙ্করপুর,মোহনা,পেটুয়াঘাট ছাড়াও বেশ কিছু জায়গায় রয়েছে ছোট…
আগামী ১৫ জুন থেকে দীঘায় সামুদ্রিক ফিশিং ও সামুদ্রিক মাছ পাইকারি কেনাবেচার বাজার খোলা নিয়ে কাঁথি মহাকুমা প্রশাসনের দপ্তরে আলোচনা সভা হল বৃহস্পতিবার।জানা গিয়েছে, দীঘা,শঙ্করপুর,মোহনা,পেটুয়াঘাট ছাড়াও বেশ কিছু জায়গায় রয়েছে ছোট-বড়ো সামুদ্রিক মাছের নিলাম কেন্দ্র।তাই এদিন বৈঠকে মূলত এই সমস্ত জায়গায় আগামী ১৫ তারিখ থেকে সামুদ্রিক ফিশিং এবং সামুদ্রিক মাছ কেনাবেচা বাজার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
No comments