লাদাখের গালওয়ান সীমান্তে চিন সেনার বর্বরোচিত হামলার পর থেকে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। গালোয়ান উপত্যকায় ভারত-চিন সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হয়েছেন।
আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রায় ৪৫ বছর পর ভারত-চিন সীমান্তে ঝড়ল র…
লাদাখের গালওয়ান সীমান্তে চিন সেনার বর্বরোচিত হামলার পর থেকে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। গালোয়ান উপত্যকায় ভারত-চিন সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হয়েছেন।
আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রায় ৪৫ বছর পর ভারত-চিন সীমান্তে ঝড়ল রক্ত। সোমবার রাতে গালোয়ান উপত্যকায় অতর্কিতে ভারতীয় সেনার উপর আক্রমণ চালায় চিনের সেনা। চিনা সেনার এই কাপুরুষোচিত আক্রমণের নিন্দায় সরব হয়েছে ভারতীয়রা।আমরা ভারতীয়, আমাদের বীর শহীদ সেনাদের জন্য আমরা ব্যাথিত।নিহত ভারতীয় বীর জওয়ান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি । হলদিয়া পৌরসভার ১৭ নম্বর আদর্শ ওয়ার্ডে শ্রদ্ধা জানান। ডিঃ ঘাসীপুর এলাকার বিশিষ্টসমাজসেবী । এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল আজগর আলি( পল্টু)। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/VnYTG17l4hQ
No comments