করোনা ও আমফান এর জোড়া ধাক্কায় পীড়িত বাংলার দূর্দশাগ্ৰস্থ মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পাশে এসে দাঁড়ালো বঙ্গীয় আর্য সমাজ।গ্ৰাম থেকে শহর, জেলা থেকে রাজ্য সর্বত্র জায়গায় দুঃস্থ ও অসহায় মানুষের হাতে কখনো খাদ্য সা…
করোনা ও আমফান এর জোড়া ধাক্কায় পীড়িত বাংলার দূর্দশাগ্ৰস্থ মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পাশে এসে দাঁড়ালো বঙ্গীয় আর্য সমাজ।গ্ৰাম থেকে শহর, জেলা থেকে রাজ্য সর্বত্র জায়গায় দুঃস্থ ও অসহায় মানুষের হাতে কখনো খাদ্য সামগ্ৰী,কখনো রান্না করা খাবার।
আবার বিধ্বংশী ঘূর্ণিঝড় আমফান এর জেরে ক্ষতিগ্ৰস্থ মানুষের হাতে ত্রিপল ও উপকূলবর্তী সর্বহারা মানুষের হাতে নগদ অর্থ তুলে দিয়েছে আর্য সমাজ পরিবারের সদস্যরা।বর্তমান পরিস্থিতিতে কয়েক হাজার মানুষের পাশে দাঁড়িয়েছে এই পরিবার।
এর পাশাপাশি করোনা সংক্রমণের জেরে লকডাউন ও ভয়ঙ্কর আমফানের তান্ডবে রাজ্যের বেশ কিছু ক্ষতিগ্ৰস্থ পরিবারকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে যাদের করোনা ও আমফান উভয় এর কোপে পড়ে খুব কঠিন অবস্থা সৃষ্টি হয়েছে তাদের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দেওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।তাদের লক্ষ্য এই বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে কিছুটা সাহায্য করা।তাদের এই কর্মপ্রয়াসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে "ডলার ইন্ড্রাস্ট্রি" এই সমাজের প্রধান পৃষ্টপোষক দীনদয়াল গুপ্ত ও উপমন্ত্রী যোগেশ শাস্ত্রীর তত্বাবোধানে এই কর্মসূচী চলছে।
No comments