Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আতঙ্কের মাঝেও দলবদল অব্যাহত অধিকারী গড়ে

করোনা পরিস্থিতির মধ্যেও ‘দলবদল’ অব্যাহত পূর্ব মেদিনীপুর জেলায়।এবার ওই জেলাতেই ঘাস ফুল শিবির ছেড়ে পদ্মশিবিরে যোগ দিলেন পটাশপুর ২ ব্লকের পঁচেট অঞ্চলের খাটুয়াবাড় এলাকার দু-শতাধিক তৃণমূল কর্মী।
জানা গিয়েছে,কাঁথি সাংগঠনিক জেলার পটাশ…



 করোনা পরিস্থিতির মধ্যেও ‘দলবদল’ অব্যাহত পূর্ব মেদিনীপুর জেলায়।এবার ওই জেলাতেই ঘাস ফুল শিবির ছেড়ে পদ্মশিবিরে যোগ দিলেন পটাশপুর ২ ব্লকের পঁচেট অঞ্চলের খাটুয়াবাড় এলাকার দু-শতাধিক তৃণমূল কর্মী।
জানা গিয়েছে,কাঁথি সাংগঠনিক জেলার পটাশপুর ২ ব্লকের পঁচেট অঞ্চলের খাটুয়াবাড় গ্রামের বিজেপির মন্ডল সভাপতি সুমিত জানার নেতৃত্বে প্রায় ২০০জন তৃণমূল কর্মী বিজেপির দলে যোগ দিয়েছেন।তাই সোমবার সাতমাইলে বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূল ছেড়ে আসা ওই সব কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী ।
 এদিন জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, মোদিজীর নেতৃত্বে যেভাবে সারা দেশ এগিয়ে চলেছে, সেই কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করতেই ওই সকল রাজনৈতিক কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।নতুন দলে যোগ দিয়ে ওই সকল গ্রামবাসীরা ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। তাঁরা অভিযোগ করেছেন যে তৃণমূল একটি চোরের দল। সেই কারণেই ঘাস ফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন তাঁরা।




No comments