ইচ্ছেডানা সোশাল ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে হলদিয়া টাউনশিপ এর হেলিপ্যাড ময়দানে থেকে ভিআইপি রাস্তা বরাবর প্রায় দুই কিলোমিটার দেড়শ টি বৃক্ষরোপণ করা হয় সংস্থার পক্ষ থেকে জানানো হয় আমফান এর পরবর্তী যে বীভৎস পরিস্থিতি তৈরি হয…
ইচ্ছেডানা সোশাল ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে হলদিয়া টাউনশিপ এর হেলিপ্যাড ময়দানে থেকে ভিআইপি রাস্তা বরাবর প্রায় দুই কিলোমিটার দেড়শ টি বৃক্ষরোপণ করা হয় সংস্থার পক্ষ থেকে জানানো হয় আমফান এর পরবর্তী যে বীভৎস পরিস্থিতি তৈরি হয়েছিল প্রায় কয়েক হাজার গাছ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত পরিবেশের রক্ষার উদ্দেশ্যে ও হলদিয়া টাউনশিপ সবুজায়ন এর পক্ষে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি নেয়া হয় বলে সংস্থার পক্ষ থেকে জানায়. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আগাছার মত পড়ে থাকা বট ও অশস্থ গাছ সংগ্রহ করে সেগুলিকে আজ সংস্থার পক্ষ থেকে রোপন করা হয় এবছর সংস্থার বৃক্ষরোপনের স্লোগান হলো " ONE SOUL INE TREE " এই শ্লোগানকে সামনে রেখেই আরো বৃক্ষরোপন করতে চাই ও সমগ্র হলদিয়া বাসীকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে .সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন চন্দন মাইতি শুভেন্দু বিকাশ দাস, বিক্রম আড়ি, তন্ময় মাইতি, রাকেশ মিদ্যা, রাথুন সরকার, বিবেক সাহু, শান্তনু প্রামানিক, শিলাদিত্য পাত্র, সৌমিত্র বেরা। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/uEis-wpZsXc

No comments