সাম্প্রতিক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর গাছ।কেউ উপড়ে পড়ে গেছে,কেউ একটু হেলে আজও দাঁড়িয়ে আছে জীবিত অবস্থায়। আবার কেউ কেউ উপড়ে গিয়েও বেঁচে আছে।সমগ্ৰ হলদিয়া জুড়ে একই ছবি।শুধুই একটু সাহায্য চায়!হ্য…
সাম্প্রতিক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর গাছ।কেউ উপড়ে পড়ে গেছে,কেউ একটু হেলে আজও দাঁড়িয়ে আছে জীবিত অবস্থায়। আবার কেউ কেউ উপড়ে গিয়েও বেঁচে আছে।সমগ্ৰ হলদিয়া জুড়ে একই ছবি।শুধুই একটু সাহায্য চায়!হ্যাঁ সাহায্য চায় মানুষের কাছে।তারা বাঁচতে চায়,তারা বাঁচাতে চায়।হলদিয়ার পরিবেশ কর্মী মধূসূদন পড়ুয়া বলেন দয়া করে কেউ জীবিত অবস্থায় পড়ে থাকা গাছ কাটবেন না। পারলে নিজে উদ্যোগ নিয়ে কিছু যুবকদের সঙ্গী করে ওদের সোজা করে দাঁড় করিয়ে দিন দেখবেন ওরা আবার আগের মতো পাতা মেলে আপনাকে অভিবাদন জানাবে ঠিক।হলদিয়ায় ঝড়ে সবুজ ক্ষতির পরেও আজও যে সব গাছ বেঁচে আছে সেগুলোকে রক্ষা করতে হবে।অসাধু মানুষদের হাত থেকে তাদের প্রাণ বাঁচাতে হবে বলে জানাচ্ছেন হলদিয়ার পরিবেশ প্রেমিকরা।আজ চৈতন্যপুর উত্তর কালিনগর গ্রামের সুপারি,মহানিম,দেবদারু,হাবড় সহ প্রভৃতি গাছ তোলা হয়।
No comments