পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মহানা পোস্টাল থানার অন্তর্গত উত্তর খাদালগোবরা গ্রামে কেউটে সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
দীঘা বনদপ্তর এর কর্মীরা এই দিন সকালে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে শংকরপুর বন বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে যান।দীঘা…
পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মহানা পোস্টাল থানার অন্তর্গত উত্তর খাদালগোবরা গ্রামে কেউটে সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
দীঘা বনদপ্তর এর কর্মীরা এই দিন সকালে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে শংকরপুর বন বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে যান।দীঘা বনদপ্তরের আধিকারিক উত্তম মণ্ডল বলেন এটি পূর্ণবয়স্ক বিষধর কেউটে সাপ।
কেউটে সাপ(Naja kaouthia), যাকে monocellate cobra বলা হয়,বাংলায় গোক্ষুর গোখরা গোখরা প্রজাতির একটি সাপ যা দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়া দেখা যায়।
এটিকে আইইউসিএন কতৃক নূনতম বিপদগ্রস্থ তালিকাভুক্ত করা হয়েছে।গোখরোর ফণার পিছনে গরুর ক্ষুর বা পুরোনো দিনের ডাঁটি ছাড়া জোড়া-চোখো চশমার মত দাগ থাকে তার থেকে নাম গোক্ষুর।
আবার ফণার পিছনে গোল দাগ থাকে তাই গোখরোর দুচোখার পরিবর্তে একচোখা চশমা বা মনোকল-এর উপমা দিয়ে এর ইংরাজী নাম মনোকল্ড কোবরা।গোখরা উত্তেজিত হলে ওদের ঘাড়ের লম্বা হাড় স্ফীত হয়ে ওঠে,তাতে চমৎকার ফণাটি বিস্তৃত হয়।
No comments