করোনা নিয়ে ভয় ছিল গোড়া থেকেই। তা সত্যি করে পরিযায়ীদের ঘরে ফেরার সূত্রে জেলায়-জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ঊর্ধ্বমুখী।
পরিযায়ীরা নিজেরা যেমন আক্রান্ত হচ্ছেন, তেমনই তাঁদের সংস্পর্শে ছড়াচ্ছে সংক্রমণ। পরিযায়ীদের ভিড় সামলে ক…
করোনা নিয়ে ভয় ছিল গোড়া থেকেই। তা সত্যি করে পরিযায়ীদের ঘরে ফেরার সূত্রে জেলায়-জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ঊর্ধ্বমুখী।
পরিযায়ীরা নিজেরা যেমন আক্রান্ত হচ্ছেন, তেমনই তাঁদের সংস্পর্শে ছড়াচ্ছে সংক্রমণ। পরিযায়ীদের ভিড় সামলে কোয়রান্টিনের ব্যবস্থা করা, তাঁদের সকলের করোনা পরীক্ষার আয়োজন করতে হিমশিম খাচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর।
এমতাবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের কালীপুর গ্ৰামে ১জন। চেন্নাই থেকে নিজেদের বাড়ি ফিরে আসে।
এরপর দুর্গাচক হাসপাতলে স্বাস্থ্য কর্মীরা ১২ জুন তার লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়।
১৪ ই জুন রবিবার দুর্গাচক হাসপাতালে রিপোর্ট আসে করোনা পজেটিভ। দুর্গাচক হাসপাতালের স্বাস্থ্য কর্মী ও সুতাহাটা স্বাস্থ্য দফতর যৌথ উদ্যোগে
ওই করোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিককে পাঁশকুড়া কোভিড হাসপাতালে পাঠানো হয়।
পাশাপাশি তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন জানালেন সুতাহাটা স্বাস্থ্য দপ্তরে আধিকারীক ডাঃলক্ষীকান্ত প্রামানিক ।
No comments