বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস আর সামনেই আসছে বিশ্ব রক্তদাতা দিবস তার ঠিক প্রাক্কালে হলদিয়ার রয়্যাল পার্ক হোটেল ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হল পরিবেশের কথা ভেবে ছাতিম, রাধাচুড়া, দেব…
বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস আর সামনেই আসছে বিশ্ব রক্তদাতা দিবস তার ঠিক প্রাক্কালে হলদিয়ার রয়্যাল পার্ক হোটেল ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হল পরিবেশের কথা ভেবে ছাতিম, রাধাচুড়া, দেবদারু, বকুল গাছের চারা। সাথে দেওয়া হল মাক্স ও স্যানিটাইজার। আজকের রক্তদান শিবিরের উদ্বোধন করেন কাউন্সিলর দীপক পন্ডা।
আজ ২৭ জন রক্তদাতা উপস্থিত ছিলেন শিবিরে। প্রবল বৃষ্টি কে উপেক্ষা করে এই শিবিরে রক্তদান করতে আশা বেশ কয়েকজন রক্তদাতা অসুস্থ রোগীকে পরিষেবা দিতে সরাসরি হলদিয়া মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে গিয়েও রক্তদান করে আসনে।এদের মধ্যে একজন দুর্গাচকের কৌশিক পন্ডা.... তার বক্তব্য রোগীর প্রয়োজনেই রক্তদান শিবির তা,সেই প্রয়োজন মেটানোই আমাদের মূল লক্ষ্য।
সংগঠনের সম্পাদক মতিলাল দাস জানান, মানুষ ও পরিবেশের জন্য কাজ করার মানসিকতা নিয়ে আমরা মাঠে নেমেছি।আজ এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও যারা রক্তদিতে এলেন তাদের অনেক ধন্যবাদ জানাই।সহ সভাপতি অরুণাংশু প্রধান জানিয়েছেন, রক্তের অভাব মেটাতে আমরা মুমূর্ষু রোগীদের পাশে ছিলাম আছি আর আগামী দিনেও থাকবো।
No comments