৩দিন নিখোঁজের পর শনিবার গ্ৰামের ফাঁকা পুকুর থেকে উদ্ধার হল গোবিন্দ দাস(২৪)নামে এক যুবকের পচাগলা মৃতদেহ।ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট উপকূল থানার নয়াপুট গ্রামে।গত তিনদিন ধরে নিখোঁজ ছিল গোবিন্দ।এরপর পরিবারের সদস্যরা তাকে…
৩দিন নিখোঁজের পর শনিবার গ্ৰামের ফাঁকা পুকুর থেকে উদ্ধার হল গোবিন্দ দাস(২৪)নামে এক যুবকের পচাগলা মৃতদেহ।ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট উপকূল থানার নয়াপুট গ্রামে।গত তিনদিন ধরে নিখোঁজ ছিল গোবিন্দ।এরপর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে কোন সন্ধান পায়নি।আজ শনিবার সকালে পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্বার করে ময়নাতদন্তে পাঠায়
No comments