Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পরিযায়ী মায়ের করোনা পজেটিভ এগরা শহরে

এগরা মহকুমা হাসপাতালের শৌচাগার চালাতেন সন্তোষ প্রাসাদ।সান্তোসের বাড়ি হুগলি শ্রীরামপুর বৈদ্যবাটি।তার মা পূর্ণিমা দেবী ৫০।তিনি গত শনিবার শ্রীরামপুর বৈদ্যবাটি থেকে ছেলে সান্তোষের কাছে আসেন।পূর্ণিমা দেবীর মুখের লালারস টেস্ট করার জন্…



এগরা মহকুমা হাসপাতালের শৌচাগার চালাতেন সন্তোষ প্রাসাদ।সান্তোসের বাড়ি হুগলি শ্রীরামপুর বৈদ্যবাটি।তার মা পূর্ণিমা দেবী ৫০।তিনি গত শনিবার শ্রীরামপুর বৈদ্যবাটি থেকে ছেলে সান্তোষের কাছে আসেন।পূর্ণিমা দেবীর মুখের লালারস টেস্ট করার জন্য কলকাতা আইডি হসপিটালে পাঠান এগরা সুপার স্পেসিলিটি হসপিটালের চিকিৎসকগণ।টেস্টের নমুনায় ধরা পড়ে পূর্ণিমা দেবী করোনা পজেটিভ।স্বাস্থ দপ্তরের নিয়ম নীতি মেনেই এগরা থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় আজ পূর্ণিমা দেবীকে পাঁশকুরা বড়মা কোভিড হসপিটালে পাঠানো হল 102 সরকারি এম্বুলেন্স করে।পূর্ণিমা দেবীর ছেলে সন্তোষ প্রাসাদ পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ডের বস্তিয়া এলাকায় নতুন জায়গা কিনে বাড়িও তৈরি করেছেন।পূর্ণিমা দেবী জানিয়েছেন তিনি ছেলে বৌমার কাছে বেড়াতে এসেছিলেন।

No comments