Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া অসহায় মানুষের পাশে লায়ন্স ক্লাব

করোনা  ভাইরাস আম্ফানে মানুষ বিধ্বস্ত হয়ে পড়েছে। তার মধ্যেই লকডাউন। সবাই যেন দিশেহারা। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানুষ হলদিয়া এলাকায় অনেকেই ক্ষতিপূরণ পায়নি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। সকলের মত ইন্টারন্…



করোনা  ভাইরাস আম্ফানে মানুষ বিধ্বস্ত হয়ে পড়েছে। তার মধ্যেই লকডাউন। সবাই যেন দিশেহারা। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানুষ হলদিয়া এলাকায় অনেকেই ক্ষতিপূরণ পায়নি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। সকলের মত ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব হলদিয়া শাখা এবং ওরিয়েন্টাল ক্লাব এবং ফাইভ স্টার গ্রুপ অব কোম্পানি যৌথ উদ্যোগে এলাকার প্রায় ৫০০ মানুষের হাতে রান্না করা খাবার তুলে দিলেন। হলদিয়া রানিচক ওরিয়েন্টাল ক্লাব ও ফাইভ স্টার অফিস প্রাঙ্গণে। পাঁচ রকমের সুস্বাদু রান্নার মেনু খাদ্য সামগ্রী তুলে দেন ।জেলা গভর্নর লায়ন্স ক্লাব শ্যামাপ্রসাদ ব্যানার্জি এছাড়া হলদিয়া প্রথম লায়ন শেখ মজাফফর এছাড়া ক্লাবের সম্পাদক সভাপতি লায়ন্স ক্লাবের সকল সদস্য। আজ অসহায় দুস্থ মানুষ রান্না খাবার পেয়ে খুব খুশি। ক্লাবের সম্পাদক বাদল সামন্ত জানান আমরা এর আগেও যখন করোনাভাইরাস মানুষ জর্জরিত তাদের খাদ্য সামগ্রী দেওয়ার জন্য আমরা এগিয়ে খাদ্য সামগ্রী দিয়ে ছিলাম। আমরা আমাদের এই এলাকার দুঃস্থ মানুষ জন্য  রান্না করা খাদ্য সামগ্রী তুলে দিয়ে আনন্দিত হলাম। লায়ন্স ক্লাবের গভনর এস পি ব্যানার্জি বলেন সারা জেলায় বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি চলছে। সেই অনুযায়ী আজকের  আমাদের এই কর্মসূচি। হলদিয়ার প্রথম লায়ন সেখ মজাফফর বলেন লায়ন্স ক্লাব মানুষের পাশে ছিল আগামী দিনেও থাকবে। বিবেকানন্দের শাশ্বত বাণী মাথায় রেখে সাধারণ মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের ক্লাবের উদ্যোগে আমরা এর আগেও খাদ্য সামগ্রী যেমন তুলে দিয়েছি আবার আম্ফানে ঝড়ে দুঃস্থ অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী ব্যবস্থা করেছি। আজ ওরিয়েন্টাল ক্লাব ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে এই এলাকার প্রায় ৫০০ জন মানুষের হাতে রান্না করা খাদ্য তুলে দিলাম আগামী দিনে আমাদের এই ধরনের কর্মসূচি থাকবে। ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/vr-eeHuCj3U

No comments