Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৮৮ বৎসরের মহিষাদলের রথযাত্রা বন্ধ! দেখা যাবে অনলাইনে

শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসী বাড়িতে সরকারি বিধি নিষেধ মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে মহিষাদলের ঐতিহাসিক রথযাত্রা গোপাল জি মন্দিরের সামনে (লেদুল) পূজার্চনা উৎসব শুরু হল। রাত পোহালেই মহিষাদল এর রথ।নিয়ম রীতি মেনে রথের আগের দিন এর …



শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসী বাড়িতে সরকারি বিধি নিষেধ মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে মহিষাদলের ঐতিহাসিক রথযাত্রা গোপাল জি মন্দিরের সামনে (লেদুল) পূজার্চনা উৎসব শুরু হল। রাত পোহালেই মহিষাদল এর রথ।নিয়ম রীতি মেনে রথের আগের দিন এর উৎসব শুরু হয়। রথের চূড়া থেকে শুরু করে যা কিছু রাখি পরানো হবে। তা আজকের শোধন করা হয় এই পূজার্চনার মধ্য দিয়ে
 ২৮৮ বছরের পুরানো রীতিনীতি ভেঙে মহিষাদলের জগন্নাথ দেব,বলরামদেব ও সুভদ্রা দেবী এবার পালকিতে করে যাবেন মাসির বাড়ির উদ্দেশ‍্যে রওনা দেবে।মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তিলক কুমার চক্রবর্তী জানালেন সারা দেশজুড়ে চলছে করোনাভাইরাস রোগ। সেই রোগ বিস্তার করতে না পারে। তাই সরকারের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে রথযাত্রার নিয়ম কানুন মেনে সব কিছু হবে কিন্তু রথ চলবে না ।বাড়িতে বসেই রথ দেখতে পাবেন অনলাইনের মধ্য দিয়ে। যদিও পুরী,মাহেশের পরই আসে মহিষাদলের রথের নাম।সেই রথ এবার সাজানো হবে কিন্তু রথ টানা হবে না। চাকা গড়বেনা,বসবেনা এক মাসের মেলা হরেক দোকানদারি।শহর জুড়ে চলছিল রথ বন্ধের মাইকিং।আজ নিয়ম-নীতি মেনে রথের আগের দিন যে দোল উৎসবে পূজার্চনা মেতেছে মহিষাদলের মানুষ।

No comments