লকডাউনের পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রবিবার এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পুরসভা ৪ নং ওয়ার্ড সম্পাদক
শিবপ্রসাদ প্রধান(নেপু) এবং ওয়ার্ড কমিটির অনান্য সদস্যরা। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/emePS…
লকডাউনের পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রবিবার এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পুরসভা ৪ নং ওয়ার্ড সম্পাদক
শিবপ্রসাদ প্রধান(নেপু) এবং ওয়ার্ড কমিটির অনান্য সদস্যরা। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/emePS-N7uNM
ওয়ার্ড সম্পাদক
বলেন আমাদের উদ্যোগে হলদিয়া ৪ ওয়ার্ডের প্রায় ৫০০ জন গরীব মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।পাশাপাশি তাদের বাড়িতে থাকার অনুরোধ জানান । তিনি আরো বলেন
করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে আমাদের কাছের মানুষ ও প্রাণের মানুষ শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন,সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী, 4নং ওয়ার্ডের অধিবাসীদের চাল,ডাল,আলু, পিঁয়াজ, বিস্কুট ও মাস্ক-হ্যান্ড ওয়াশ প্রদান করেন । বিলি-বন্টনে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর শ্রী প্রদীপ কুমার দাস ও ওয়ার্ড সম্পাদক শ্রী শিবপ্রসাদ প্রধান(নেপু) এবং ওয়ার্ড কমিটির অনান্য সদস্যরা।
No comments