পূর্ব মেদিনীপুর জেলা তপশিলী -আদিবাসী ও অনুন্নত সমাজ কল্যাণ সমিতি'র খেজুরী শাখার ব্যবস্থাপনায় খেজুরী -২ নং ব্লকের ৫৫০ জনকে চাল-ডাল-আলু-পেঁয়াজ-সাবান ও মাস্ক বিতরণ করা হয়। বাজকুলের প্রখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. সুরজিৎ সর…
পূর্ব মেদিনীপুর জেলা তপশিলী -আদিবাসী ও অনুন্নত সমাজ কল্যাণ সমিতি'র খেজুরী শাখার ব্যবস্থাপনায় খেজুরী -২ নং ব্লকের ৫৫০ জনকে চাল-ডাল-আলু-পেঁয়াজ-সাবান ও মাস্ক বিতরণ করা হয়। বাজকুলের প্রখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. সুরজিৎ সরিৎ বর্মণের সাহয়তায় এই খাদ্যসামগ্ৰী তুলে দেওয়া হয় কর্মহীন দুঃস্থ, অনুন্নত সম্প্রদায়ের পরিবারগুলির হাতে। খেজুরী -২ নং ব্লকের পাঁচটি অঞ্চলের ৫৫০ টি পরিবারের সদস্য/ সদস্যাদের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্যসামগ্ৰী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি শান্তিরাম দাস, প্রাক্তন বিধায়ক ড. রামচন্দ্র মন্ডল, জেলা কমিটির সম্পাদক প্রশান্ত মন্ডল, জেলা কমিটির সদস্য ডা. সুরজিৎ সরিৎ বর্মণ, সুমন নারায়ন বাকরা, সুদর্শন সেন প্রমুখ। প্রাক্তন বিধায়ক ড. রামচন্দ্র মন্ডল বলেন, লক ডাউন-এর ফলে খেজুরীর এই এলাকার অনুন্নত সম্প্রদায়ের দু:স্থ, পরিয়ায়ী শ্রমিক পরিবারগুলির আর্থিক অবস্থা চরমে। তাই তাঁদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করলাম সাধ্যমত ডা. সুরজিৎ সরিৎ বর্মণের সহাতয়ায়।
No comments