Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অভাগিনী "মা" তাপস কুমার মাইতি

আমফানের আস্ফালনে আজকের কথায় এক অভাগিনী 'মা'! স্বামীর ভালো সহযোগিতা সংসারে কোনদিন পাননি তিনি। কারন স্বামীর শরীরের সাথে মাথাটা ভালো কাজ করতো না। দুই পুত্র সন্তানকে একক লাড়াইয়ে বুকে জড়িয়ে বড় করে তুললেন তিনি। ছেলেদের নিয়ে গড়…

আমফানের আস্ফালনে আজকের কথায় এক অভাগিনী 'মা'! স্বামীর ভালো সহযোগিতা সংসারে কোনদিন পাননি তিনি। কারন স্বামীর শরীরের সাথে মাথাটা ভালো কাজ করতো না। দুই পুত্র সন্তানকে একক লাড়াইয়ে বুকে জড়িয়ে বড় করে তুললেন তিনি। ছেলেদের নিয়ে গড়তে চেয়েছিলেন সুখের সংসার। মায়ের সুখ স্বপ্নের আলোরকিত মানুষ আঠারো রনজিৎ (শিং) ও কুড়ি প্রসেনজিৎ দুই সন্তান। সুখের জীবন নৌকায় মাঝি-মা'এর সাথে দুই দাঁড়ি তারা। এগিয়ে চলছে স্বপ্নের সদাগর আজকের মা।

হলদিয়া পুর সভার ১নম্বর ওয়ার্ড এখনো যদিও সবাই বলে মহম্মদপুর গ্রাম। খালের পাড়ে ঝুপড়িতে মায়ের "অনেক  সুখের" সংসার ছিল!খাল পাড়ের ওপাশে ইট দিয়ে তিলে তিলে স্বপ্নের বাড়ি রচনা হচ্ছিল!ছেলেরা মোটর ভ্যান চালিয়ে রোজগার করে উপার্জন পৌঁছে দেয় মায়ের আঁচলে। মায়ের সাথে ছেলেরা বাস্তবে দেখছে আমাদের পাকাবাড়ি।

বিদেশী সাইক্লোন সুতাহাটা হলদিয়ার মাটিতে আছড়ে পড়লো এবং আছড়ে হত্যা করলো জীবন সংগ্রামে জয়ী এক মহীয়সী মায়ের স্বপ্নকে..! প্রসেনজিৎ ও  রনজিৎ কে খুন করলো খুনী সাইক্লোন...! অভাগিনী মায়ের অশ্রুজলে সিক্ত-রিক্ত আমরা, ঋদ্ধ হবো কিনা সময় বলবে!

No comments