বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ উই কেয়ার স্বেচ্ছাসেবী পরিবারের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের এগরা সহ খাগদা,বালিঘাই,মহাবিশ্রা,খাড়,
কুদি ,বরিদাও পটাশপু্র এবং পশ্চিম মেদিনীপুরের জাহালদায় অসহায় ১৫০ টি পরিবারের হাতে নিদিষ্ট দূরত্ব বজা…
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ উই কেয়ার স্বেচ্ছাসেবী পরিবারের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের এগরা সহ খাগদা,বালিঘাই,মহাবিশ্রা,খাড়,
কুদি ,বরিদাও পটাশপু্র এবং পশ্চিম মেদিনীপুরের জাহালদায় অসহায় ১৫০ টি পরিবারের হাতে নিদিষ্ট দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী এবং মাস্ক ,সাবান তুলে দেওয়া হয়।২৪ দফা খাদ্যসামগ্রীর পাশাপাশি এগরা ব্লাড ব্যাঙ্ক রক্তশূন্য তাই লকডাউনে এক মুমুর্ষ রোগীকে রক্তের চাহিদা মেটাতে A+ ব্লাডের জোগান দিতে এগিয়ে আসে উইকেয়ার সংস্থা তাদের কল অন ব্লাড ডোনার প্রকল্পের মাধ্যমে।সংস্থার সহ সম্পাদক ও সহ সভাপতি জানান মানুষের পাশে উই কেয়ার সব সময় ছিল এবং আগামীদিনে থাকার চেষ্টা করবে।
No comments