হলদিয়া বন্দরের গোড়াপত্তন হয়েছিল ১৯৫৯ সালের পয়লা নভেম্বর । হলদিয়া রানিচক মোড়ে ওয়ারলেস টাওয়ার নামে পরিচিত পরবর্তীকালে বি এস এন এল টাওয়ার নামে পরিচিত। হলদিয়া রানিচকে ওয়ালেস টাওয়ারের ঐতিহ্য ধুলিস্যাৎ করে দিল। এই ওয়ালেস …
হলদিয়া বন্দরের গোড়াপত্তন হয়েছিল ১৯৫৯ সালের পয়লা নভেম্বর । হলদিয়া রানিচক মোড়ে ওয়ারলেস টাওয়ার নামে পরিচিত পরবর্তীকালে বি এস এন এল টাওয়ার নামে পরিচিত। হলদিয়া রানিচকে ওয়ালেস টাওয়ারের ঐতিহ্য ধুলিস্যাৎ করে দিল। এই ওয়ালেস টাওয়ার থেকে নদী পথে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হত। পরবর্তীকালে পরিবর্তন হয়ে বি এস এন এল টাওয়ার নামে পরিচিত আম্ফানের ঘূর্ণিঝড়ে ২০মে২০২০ ধ্বংস হয়ে গেল। হলদিয়ার ঐতিহ্যের পতন।

No comments