Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আন্তর্জাতিক মে দিবস পালিত হলো পূর্ব মেদিনীপুরে

সারা দুনিয়া,দেশ ও রাজ্যের সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সিপিঅাই এম সহ বিভিন্ন বামপন্থী দলসমূহ ও শ্রমিক সংগঠন সমূহের অাহ্বানে অাজ ঐতিহাসিক মে দিবস সর্বত্র পালিত হয়। বামফ্রন্টের অায়োজনে জেলার মূল অনুষ্ঠান অায়োজিত হয় সিপিঅাইএ…




সারা দুনিয়া,দেশ ও রাজ্যের সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সিপিঅাই এম সহ বিভিন্ন বামপন্থী দলসমূহ ও শ্রমিক সংগঠন সমূহের অাহ্বানে অাজ ঐতিহাসিক মে দিবস সর্বত্র পালিত হয়। বামফ্রন্টের অায়োজনে জেলার মূল অনুষ্ঠান অায়োজিত হয় সিপিঅাইএম জেলা পার্টি অফিসে। রক্ত পতাকা উত্তোলন সহ অন্যান্য কর্মসূচীতে নেতৃত্ব দেন সিপিঅাইএম জেলা নিরঞ্জন সিহি, নির্মল জানা,মহাদেব মাইতি,যাদবেন্দ্র সাহু অার এসপি নেতা অমৃত মাইতি প্রমুখ নেতৃবৃন্দ। জেলা সিঅাইটিইউ র পক্ষে কর্মসূচি তে নেতৃত্ব দেন সিঅাইটিইউ জেলা সম্পাদক সুব্রত পণ্ডা,কাঞ্চন মুখার্জি প্রমুখ নেতৃবৃন্দ। জেলা ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক হিমাংশু দাস,ডিওয়াএফঅাই জেলা সম্পাদক পরিতোষ পট্টনায়েক, বিধায়ক ইব্রাহিম অালি প্রমুখ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। দেশপ্রাণ এরিয়া কমিটির কর্মসূচি তে নেতৃত্ব দেন সম্পাদক সঞ্জিত দাস, মামুদ হোসেন, সুতনু মাইতি, তাপস মিশ্র, সেক ইউনুস উদ্দিন, অতশী দিণ্ডা প্রমুখ নেতৃবৃন্দ। মে দিবস পালন উপলক্ষে দক্ষিণ সরদায় ২০০ কর্মহীন পরিবারকে ত্রাণ বন্টন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, অশোক খুঁটিয়া,সুতনু মাইতি,বাপ্পা খুঁটিয়া, দিলীপ চন্দ,ফণীভূষণ দাস,অমল ভূঞ্যা,সলিল দাস,কাবেরী দাস প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি এরিয়া কমিটির কর্মসূচি তে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি, ভবানী বেরা,জয়দেব পণ্ডা, প্রনব পণ্ডা,কৃষ্ণেন্দু বারিক,সলিল বরন মান্না,তাপস অধিকারী, নীলকন্ঠ দলাই,রহিম বেগ,নন্দন রাউৎ,হিমাদ্রি মাইতি,ভবানী পণ্ডা,প্রনব করন,বিষ্ণুপদ বর,অাশীষ দলাই,সৌম্যজিৎ দাস প্রমুখ নেতৃবৃন্দ। মারিশদা এরিয়া কমিটির কর্মসূচি তে নেতৃত্ব দেন কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, অাবুল হোসেন, রাজনারায়ণ দাস, অনন্ত পণ্ডা,ঝাড়েশ্বর বেরা প্রমুখ। রামনগরে অাশীষ প্রামাণিক, বালিসাইতে সব্যসাচী জানা, মুগবেড়িয়া তে ভরত মাইতি,ভগবানপুরে সত্য রঞ্জন দাস,হেঁড়িয়া তে গোকুল ঘোড়াই, জাহারাজ অালি,অাশীষ দেবনাথ,প্রবীর দেবনাথ, রাসবিহারী দাস প্রমুখ। পটাসপুরে কালীপদ মহাপাত্র,এগরায় সুব্রত পণ্ডা, বালিঘাইতে কৃষ্ণপদ দাস প্রমুখ নেতৃবৃন্দ। হলদিয়া গ্রামীণএরিয়া ,হলদিয়া দক্ষিণে মে দিবস উপলক্ষে ত্রান বিতরণ,হলদিয়া উত্তরে মে দিবস পালিত হচ্ছে, শিল্প শহর হলদিয়ার শ্রমিকভবন CITU   উদ‍্যগে  মে দিবস পালিত হয়। ছিলেন শ্যামল মাইতি, বিধায়ক তাপসী মন্ডল, অচিন্ত্য শাসমল,প্রনব সামন্ত, বিমান মিস্ত্রি, পরিতোষ পট্রনায়ক রীনা পাহাড়ি, মন্দিরা পন্ডা প্রমূখ।
ভিডিও দেখতে ক্লিক করুন।




No comments