মঙ্গলবার সকালে মারিশদা থানার নাচিন্দা বাড়ির কড়িকাঠে লাইলন দড়ি ফাঁস লাগানো মৃণালিনী গিরি (৫৬) ।গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল প্রতিবেশীরা জানতে পেরে মারিশদা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জান…
মঙ্গলবার সকালে মারিশদা থানার নাচিন্দা বাড়ির কড়িকাঠে লাইলন দড়ি ফাঁস লাগানো মৃণালিনী গিরি (৫৬) ।গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল প্রতিবেশীরা জানতে পেরে মারিশদা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানাগিয়েছে এদিন সকালের বাড়ি কড়িকাঠে দড়ির ফাঁস লাগানোর অবস্থায় দেখতে পায়। পুলিশ মৃতদেহটি কাঁথি মহাকুমা হাসপাতালের ময়না তদন্তে পাঠিয়েছে। মারিশদা থানার পুলিশের কথায় ময়না তদন্তে রির্পোট এলে মৃত্যুর প্রকৃত কারন পরিস্কার হবে।
No comments