ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা।যার মধ্যে রয়েছে এগরা বিধানসভাও।আর এই এগরা বিধানসভার বালিঘাই এলাকায় আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার গুলির হাতে শুক্রবার ত্রিপল তুলে দিলেন এগরা বিধানসভার…
ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা।যার মধ্যে রয়েছে এগরা বিধানসভাও।আর এই এগরা বিধানসভার বালিঘাই এলাকায় আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার গুলির হাতে শুক্রবার ত্রিপল তুলে দিলেন এগরা বিধানসভার বিধায়ক সমরেশ দাস।জানা গিয়েছে, এদিন ওই এলাকার প্রায় শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে এই ত্রিপল তুলে দেওয়া হয়।
No comments