করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন।আর তার মাঝে রমজান মাস উপলক্ষে গরীব-দুঃস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল আজিজুল রহমান। সামনে ঈদুল ফিতর তারই জন্য সিম…
করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন।আর তার মাঝে রমজান মাস উপলক্ষে গরীব-দুঃস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল আজিজুল রহমান। সামনে ঈদুল ফিতর তারই জন্য সিমাই এবং লাচ্ছা তার সাথে ফল বিতরণ করলেন। হলদিয়া তৃণমূল সংখ্যালঘু সেল উদ্যোগে। প্রতি বৎসর সর্বধর্ম সমন্বয়ে সভা হয়ে থাকে। কিন্তু এ বছর হলো না করোনা ভাইরাসের জন্য।রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রেরণায়।https://youtu.be/fmyZf4RIFiw
শুক্রবার আজিজুল রহমানের উদ্যোগে গান্ধীনগর এলাকার প্রায় ৫০০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হাতে ফল ও লাচ্ছা বিতরণ করা হয়।
No comments